অনলাইন ডেস্ক
জানা যায়, প্রায় ২৫ কিলোমিটার দূরে পাঁচ একর জমি বাবরি মসজিদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। তবে রাম মন্দির নির্মাণ কাজ শুরু হলেও শুরু হয়নি বাবরি মসজিদের নির্মাণ কাজ।
খবরে বলা হয়, বাবরি মসজিদের নির্ধারিত এলাকাটির বাসিন্দারে দীর্ঘ দিনের দাবির কারণে একটি হাসপাতাল নির্মাণ করা হবে। তবে ধন্নিপুর গ্রামের ওই পাঁচ একর জমিতে রয়েছে সরকারি ফার্ম। একটি দরগাও রয়েছে। ওই এলাকায় এখনও কৃষিকাজ চলছে।
ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্টের সচিব আতাহার হুসেন জানিয়েছেন, নতুন মসজিদ তৈরি হলেও তার সঙ্গে বাবরির কোনও সম্পর্ক থাকবে না। পাঁচ একর জমিতে মসজিদ ছাড়াও হাসপাতাল, রান্নাঘর, একটি ইন্দো-ইসলামিক গবেষণাকেন্দ্র এবং সংগ্রহশালা তৈরি হবে। আবাসিক ছাত্রদের থাকার ব্যবস্থাও থাকবে সেখানে।
সচিব আরও জানিয়েছেন, সবার আগে হাসপাতাল তৈরির কথা ভাবছেন তারা। কারণ এই মহামারির সময় দাঁড়িয়ে দরকার হাসপাতাল। প্রথমে এলাকার মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করতে চান তারা।
তবে তিনি আরও জানিয়েছেন, নতুন মসজিদের সঙ্গে বাবরি মসজিদের নকশার কোন মিলও থাকবে না। মানবিকতা, ভারতীয় সংস্কৃতি এবং ইসলামের মূল চিন্তা মূলত এই তিনটি বিষয়ই প্রাধান্য পাবে নতুন ডিজাইনে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা