অনলাইন ডেস্ক
শেষযাত্রায় পা মিলিয়েছেন বাপ্পি লাহিড়ীর বন্ধু—অনুরাগীরা। ফুলের চাদরে সাজানো শিল্পীর দেহ নিয়ে ভিলে পার্লের পবনহংস শ্মশানের উদ্দেশে রওনা হয়েছে শববাহী গাড়ি। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের সান্তাক্রুজের পবন হংস মহাশ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বাপ্পি লাহিড়ীর। ফুল, মালা, বাপ্পি লাহিড়ীর ছবি দিয়ে সাজানো একটি ট্রাকে মহাশ্মশানের উদ্দেশে রওনা হয়েছে। চারপাশে উপচে পড়ছে ফ্যানদের ভিড়, রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা। শোকস্তব্ধ পরিবারের সদস্যরা; কান্নায় ভেঙে পড়েছেন মেয়ে রেমা।
এক মাস ভর্তি থাকার পর সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন বাপ্পি লাহিড়ী। কিন্তু মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এর পর আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকের পরামর্শে।
দীর্ঘদিন ধরে নানারকম শারীরিক জটিলতায় ভুগছিলেন বাপ্পি লাহিড়ী। হাসপাতালের পরিচালক ডা. দীপক নামজোসি জানিয়েছেন, বুধবার ভোররাতে ঘুমের মধ্যেই মৃত্যু হয় তার।
১৯৭০ থেকে আশির দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ী। ‘ডিস্কো ড্যান্সার’, ‘চলতে চলতে’, ‘শারাবি’-তে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে বাগি-৩ এর জন্য শেষ সুর করেছেন তিনি।