অনলাইন ডেস্ক
বান্দরবানে জেএসএস-এর দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন অন্তত দু’জন।
নিহতরা হলেন, জেএসএস সংস্কার এর জেলা সভাপতি রতন তঞ্চঙ্গ্যা, সহ সভাপতি প্রজিত চাকমা, সদস্য ডেবিট বাবু, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দিপেন ত্রিপুরা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে পার্বত্য জনসংহতি সমিতি (জেএসএস) এর মূল ও সংস্কার দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের হয়। এ ঘটনায় জেএসএস-এর সংস্কার গ্রুপের ৬ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও দু’জন।
বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার জানান, দুই পক্ষের বন্দুকযুদ্ধে ৬ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনা তদন্তে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে।
আরোও পড়তে পারেন : শান্তির জন্য মরছে হুথিরা : ডোনাল্ড ট্রাম্প