অনলাইন ডেস্ক
বান্দরবানের থানচি উপজেলা। বুধবার দিনদুপুরে ব্যাংক ডাকাতির ঘটনায় থমথমে সেখানকার পরিবেশ। মঙ্গলবার রাতে রুমা উপজেলা সদরে সোনালি ব্যাংকে ডাকাতির রেশ কাটতে না কাটতেই থানচিতে সোনালি ও কৃষি ব্যাংকে ডাকাতি হয়েছে।
বেলা ১২টার দিকে সশস্ত্র সন্ত্রাসীরা গাড়িবহর নিয়ে থানচির সোনালি ও কৃষি ব্যাংক এলাকা ঘিরে ফেলে। ফাঁকা গুলি করে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। এরপর ব্যাংক থেকে লুট করে নিয়ে যায় টাকা। তবে, কী পরিমাণ টাকা নিয়ে গেছে, তা এখনও জানা যায়নি।
খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশ। ঢাকা থেকেও পাঠানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ একটি দলকে। ডাকাতির পর থেকে পুরো বান্দরবানেই পরিস্থিতি থমথমে।
এসব ঘটনায় কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ এর সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সেখানে বিজিবি ও পুলিশ অভিযান চালাচ্ছে। প্রয়োজনে সেনাবাহিনীও যোগ দেবে।
এদিকে, মঙ্গলবার রাতে রুমা সদরের সোনালি ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে সন্ত্রাসীরা অপহরণ করার পর এখন পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি। তারাবির নামাজের সময় একদল সশস্ত্র সন্ত্রাসী রুমা বাজার জামে মসজিদের ভিতর থেকে নিজামউদ্দিনকে ধরে নিয়ে যায়। পরে ব্যাংকে ডাকাতি করা হয়। তবে, সিআইডি জানিয়েছে, ব্যাংকের ভল্টে থাকা টাকা নিতে পারেনি সন্ত্রাসীরা।
ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজারকে অপহরণের প্রতিবাদে বুধবার সকালে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা