মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। এদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে ভিড় করেছেন মেলায়।
মেলায় আসবাব, জুয়েলারি, প্রসাধনীসহ নিত্য ব্যবহার্য পণ্যের স্টলগুলোতে দেখা গেছে উপচেপড়া ভিড়। যেসব দোকানে মেলা উপলক্ষে মূল্যছাড় চলছে সেসব স্টলে ভিড় যেন কখনও কমছিল না। আর বিক্রেতারাও খুশি মেলার এই শেষ সময়ে বেচা-বিক্রিতে।
মাইকে ডেকে বা হাঁকডাক দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছেন বিক্রেতারা। কোট-ব্লেজারের দাম ১ হাজারের নিচে নেমে এসেছে। গৃহস্থালি পণ্য, নারীদের গহনা, শিশুদের খেলনা, নারী-পুরুষের পোশাক এবং খাবার-দাবারসহ সব ধরনের পণ্যে ৩০-৭০ শতাংশ মূল্যছাড় দিয়েছে স্টলগুলো।
শেষ সময়ে এসে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ের কারণে মেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
গত সোমবার সন্ধ্যায় বাণিজ্য মেলার চলতি আসরের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবার মেলায় মোট ১৪টি ক্যাটাগরিতে ৩৮টি প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়েছে।
মেলায় দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন স্থাপনের জন্য সেরা প্রিমিয়ার প্যাভিলিয়ন ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছে ফার্নিচার নির্মাতা প্রতিষ্ঠান ইশো।
বরাবরের মতো এবারও বছরের প্রথম দিন ১ জানুয়ারি ২৫তম মাসব্যাপী এ বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু উপলক্ষে ১০ জানুয়ারি মেলা বন্ধ রাখা হয়।
এছাড়া অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের দাবির প্রেক্ষিতে দ্বিতীয় দফায় মেলার সময় দু’দিন বাড়িয়ে ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত করা হয়।
বিক্রেতারা জানান, ‘শীতের কারণে মেলার প্রথম দুই সপ্তাহ ক্রেতা সংকট ছিল। তবে শেষদিকে এসে বেশ জমজমাট হয়েছে মেলা। দুটি সাপ্তাহিক ছুটিতে মেলা বন্ধ থাকায় লোকসানের মুখে পড়তে হয়েছিল তাদের।
তবে দুই দফায় মেলার সময় বাড়ানোর ফলে সেসব লোকসান কিছুটা পুষিয়ে নিয়েছেন তারা। শেষ সময়ে অধিক লাভ নয় বরং উত্পাদন খরচেই বিক্রি করছেন অনেক পণ্য।’
মেলার আয়োজক রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, এবারের মেলায় বাংলাদেশের পাশাপাশি থাইল্যান্ড, ইরান, তুরস্ক, নেপাল, চীন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, হংকং, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ভুটান, বুনাই, দুবাই, ইতালি ও তাইওয়ানের প্রতিষ্ঠান অংশ নেয়।
এবারের বাণিজ্য মেলায় স্টল ও প্যাভিলিয়ন রয়েছে ৪৮৩টি। যার মধ্যে প্যাভিলিয়ন ১১২টি, মিনি প্যাভিলিয়ন ১২৮টি ও বিভিন্ন ক্যাটাগরির স্টল ২৪৩টি। বিদেশি প্যাভিলিয়ন ২৭টি, বিদেশি মিনি প্যাভিলিয়ন ১১টি এবং বিদেশি প্রিমিয়ার স্টলের সংখ্যা ১৭টি। মেলায় বাংলাদেশসহ ২১টি দেশ অংশ নিয়েছে।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা