ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) সময় ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
জানা গেছে, বাণিজ্য মেলার আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কাছে ব্যবসায়ীরা ৭ দিন মেলার সময় বাড়াতে অনুরোধ করে।
মেলা সচিব আবদুর রউফ জানান, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকায় দুই সিটি করপোরেশন নির্বাচন। ওই দিন মেলা বন্ধ থাকবে। এ কারণে মেলার সময় বৃদ্ধির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে যে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল ইপিবি, সোমবার মন্ত্রণালয় তা অনুমোদন করেছে।
জানা গেছে, ব্যবসায়ীরা ৩১ জানুয়ারি মেলা খোলা রাখার দাবি জানালেও এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
প্রতিবারের মতো এবারও ১ জানুয়ারি থেকে এবারের বাণিজ্য মেলা শুরু হয়।
এর আগে গত রোববার বাণিজ্য মেলার মেয়াদ বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা