রাষ্ট্রপতি এম আব্দুল হামিদ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বাটেক্স) কর্তৃপক্ষকে তাদের পাঠ্যক্রমে আন্তর্জাতিক মান বজায় রাখার আহবান জানিয়েছেন। বাটেক্সের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বঙ্গভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহবান জানান। খবর : বাসস এর।
রাষ্ট্রপতি বাটেক্সকে সময়োপযোগী পাট্যক্রম প্রণয়ণের আহবান জানিয়ে বলেন, এর মাধ্যমে স্নাতক ডিগ্রিধারীরা আগামী দিনে আন্তর্জাতিক মান বজায় রাখতে পারবে। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন,দেশের টেক্সটাইল, পাট এবং তৈরী পোষাক(আরএমজি) খাতগুলো বৃহত্তম শিল্প খাত, যা দেশের রপ্তানি খাতের আয়ের একটি বড় অংশ অর্জন করে। বিশ্বব্যাপি পোশাক-ডিজাইনিং এবং ফ্যাশনের ধারা প্রতিদিন পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ শিক্ষার্থীদের বিপনন ও ডিজাইনিংয়ের প্রশিক্ষণ দেয়ারক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহনের আহবান জানান।
বাটেক্স উপাচার্য অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে উন্নয়নমূলক কাজ ও অবকাঠামোগত অগ্রগতিসহ তাদের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। উপাচার্য বাটেক্সের প্রথম সমাবর্তনে সভাপতিত্ব করার জন্যও বিশ্বদ্যিালয়ের আচার্য্য আব্দুল হামিদকে আমন্ত্রণ জানান। ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা