অনলাইন ডেস্ক
আইপিএলের ময়দানে বল হাতে ঝড় তুললেন মুস্তাফিজুর রহমান। বিধ্বংসী বোলিংয়ে উইকেট ছিনিয়ে এ তারকা টাইগার পেসার দিলেন চওড়া হাসি। তার হাসির ঝলকে দল রাজস্থান রয়্যালসও হাসল বিজয়ের হাসি।
টস জিতে রাজস্থানকে ফিল্ডিংয়ে পাঠায় সানরাইজার্স হায়দরাবাদ।ব্যাটিংয়ে নেমে ১৭ রানে প্রথম উইকেট হারায় রাজস্থান। এরপর বাকিটা ইতিহাস। অধিনায়ক সঞ্জু স্যামসনকে নিয়ে ১৫০ রানের দ্বিতীয় উইকেট জুটি উপহার দেন জস বাটলার। ইংলিশ তারকার আইপিএল ক্যারিয়ারে এটা প্রথম সেঞ্চুরি। ১৯তম ওভারে সন্দ্বীপ শর্মার বলে বোল্ড হওয়ার আগে তিনি খেলেন ৬৪ বলে ১১ চার ৮ ছক্কায় ১২৪ রানের বিধ্বংসী ইনিংস। অধিনায়ক সঞ্জুও ৩৩ বলে ৪৮ রান করেন। স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২২০ রান।
জবাবে ব্যাটিংয়ে নেমে টার্গেটের ভারে শুরুতেই নুয়ে পড়ে হায়দরাবাদ। সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার মণীষ পাণ্ডে। আরেক ওপেনার জনি বেয়ারস্টোর সংগ্রহ ২১ বলে ৩০। অধিনায়ক উলিয়ামসন (২০) ছাড়া আর কোনো ব্যাটসম্যানা বিশের ঘর ছুঁতে পারেননি। সৌজন্যে মুস্তাফিজ-ক্রিস মরিসের দুর্দান্ত বোলিং।
এই ম্যাচে রাজস্থানের জয়ে বড় অবদান ছিল মুস্তাফিজের। তিনি চার ওভার বল করে ২০ রান দিয়ে তিন উইকেট নেন। এবারের আইপিএলে এটি মুস্তাফিজের সেরা পারফরম্যান্স।আইপিএলে এখন পর্যন্ত মুস্তাফিজ সাত ম্যাচ খেলেছেন। দুই ম্যাচ ছাড়া বাকি সবকটিতেই উইকেট পেয়েছেন তিনি। এখন পর্যন্ত মোট উইকেট পেয়েছেন আটটি
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা