অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রথমবারের মতো আংশিক ডিজিটাল পদ্ধতিতে বাজেট প্রস্তাব পেশ করেছে অর্থমন্ত্রী। এবারের বাজেট গতাণুগতিক কোনো বাজেট নয় উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে দেওয়া ওই বাজেট প্রস্তাবে তথ্যপ্রযুক্তি বিভাগ গত অর্থবছরের চেয়ে ২২৩ কোটি টাকা বেশি পেয়েছে।
গত অর্থবছরে তথ্যপ্রযুক্তি বিভাগকে এককভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল এক হাজার ৯৩০ কোটি টাকা। যা পরে সংশোধিত বাজেটের পরিমাণ দাঁড়িয়েছিল এক হাজার ১৯২ কোটি টাকা। অর্থমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার জাতীয় সংসদে এটা আ হ ম মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট পেশ। এটি স্বাধীনতার পর থেকে ৪৯তম বাজেট। আর আওয়ামী লীগ নেতৃত্বে সরকারের টানা দ্বাদশ বাজেট এটি। এবারের বাজেটের আকার পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার।fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা