অনলাইন ডেস্ক
এছাড়া, সবজী, কাঁচামরিচ ও মাছের দামও চড়া। আজ শুক্রবার (৫ই জুলাই) সরোজমিনে ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।
এদিকে ধানের দাম বাড়ার অজুহাতে মানভেদে চালের দাম বেড়েছে কেজিতে ২ থেকে ৩ টাকা পর্যন্ত। ডিম ও মুরগীর দাম কিছুটা কমলেও তা এখনও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। তবে রাজধানীর বাজার ঘুরে দেখা যায় চালের যোগান রয়েছে পর্যাপ্ত। তারপরও হঠাৎ করেই বাড়ছে বাঙালির আবশ্যকীয় এই খাবারের দাম।
বস্তা প্রতি সবধরনের চালের দাম বেড়েছে ১শ’ থেকে ১৫০ টাকা পর্যন্ত। কারণ হিসেবে মিল মালিকদের কারসাজি এবং ধানের বাড়তি দামকে দুষেছেন ব্যবসায়ীরা। বন্যা ও বৃষ্টির কারণে সরবরাহ ঘাটতির জন্য পেঁয়াজের বাজারে আবারও অস্থিরতা। কেজি প্রতি দাম ফের ১শ’ টাকা ছাড়িয়েছে। একই অজুহাতে দ্বিগুণ বেড়েছে সব ধরনের সবজির দাম। একশ টাকার নিচে মিলছে না কোনো সবজি। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজিতে। বেড়েছে সব ধরনের মাছের দামও। ঊর্ধ্বমূল্যের কারণে অনেক ক্রেতা না কিনেই ফিরে যাচ্ছেন।
এদিকে, ভোক্তার অধিকারের তদারকিতে সুফল মিলেছে ডিমের বাজারে। ডজন প্রতি বিক্রি হচ্ছে ১৪৫ টাকায়। আর মুরগী সপ্তাহের ব্যবধানে কমেছে কেজিতে ৩০ টাকা পর্যন্ত।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা