অনলাইন ডেস্ক
সংশ্লিষ্ট সূত্র জানায়, তেঁতুলিয়া ও লোহালিয়া নদীর কুলবর্তী নাজিরপুর, কেশবপুর, ধুলিয়া, কাছিপাড়া ও বগা ইউনিয়নের একাধিক গ্রাম ২ দিনের বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে ডুবে যায়। চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের মেম্বার ছালাম শরীফ জানান, বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে দিয়ারা কচুয়া, চরনিমদী, চরওয়াডেল, চরমিয়াজান, চরব্যারেট ও চররায়সাহেবসহ গোটা ইউনিয়ন প্লাবিত হয়েছে।
জোয়ারের পানিতে ধুলিয়া ইউনিয়নের চরবাসুদেবপাশা, মঠবাড়িয়া, নাজিরপুর ইউনিয়নের নিমদী, ধানদী, ডালিমা, কচুয়া, ছয়হিস্যা, তাতেরকাঠি, কেশবপুরের তালতলী, মমিনপুর, বাদামতলী, কালাইয়ার শৌলা, চরকালাইয়া, কনকদিয়ার ঝিলনা, কারখানা, বগা ও কাছিপাড়া এলাকায় তেঁতুলিয়া ও লোহালিয়া নদীর জোয়ারের পানিতে অন্তত ৫০ গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। কেশবপুরের মাছ চাষী মাসুদ বলেন, তার ৩টি মাছের ঘের জোয়ারের পানিতে ভেসে গেছে।
বাউফলের উপজেলা মৎস্য কর্মকর্তা জসীম উদ্দিন বলেন, সহস্রাধিক পুকুর ও ঘের থেকে মাছ ভেসে গেছে। প্রাথমিকভাবে ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
এছাড়াও নিম্মাঞ্চলের স্যানিটেশন, আমনের বীজতলা ও সবজি খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। বগা ফেরিঘাট ও নিমদী লঞ্চঘাট পল্টুনের অ্যাপ্রোচ ও গ্যাংওয়ে ডুবে যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, পরিস্থিতি মোকাবেলার জন্য বৃহস্পতিবার পানিবন্দী ২০০ জনকে চিড়া, গুড় ও বিস্কুট দেয়া হয়েছে।
শুক্রবার ৪০০ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল ও ৮০০ পরিবারকে রান্না করা খিচুড়ি দেয়া হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা