অনলাইন ডেস্ক
তিনি বলেন, সরকারের ক্ষমতার উৎস এ দেশের জনগণ। জনগণই নির্ধারণ করবে কে এ জাতিকে শাসন করবে। কোনো বাহ্যিক শক্তি বা কোনো অভ্যন্তরীণ ষড়যন্ত্র এটি নির্ধারণ করতে পারবে না।
রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত ‘মানবাধিকার রক্ষা ও প্রসার: বাংলাদেশের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে তিনি এ কথা বলেন।
বিদেশি রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা তাদের কাছে সেই ব্যবহার প্রত্যাশা করব, তারা তাদের দেশে যে ধরনের ব্যবহার বিদেশি দূতাবাসের কাছে আশা করে।
শাহরিয়ার বলেন, বাংলাদেশের সরকার বিদেশি বন্ধুদের বিষয়ে ধৈর্যশীল এবং তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে আগ্রহী। কিন্তু আমাদেরও কিছু রেড লাইন আছে।
তিনি বলেন, বাংলাদেশসহ অন্যান্য উন্নয়নশীল দেশের ওপর কতিপয় উন্নত দেশ অযৌক্তিক চাপ প্রয়োগ করে থাকে। তবে এসব ষড়যন্ত্রের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণতান্ত্রিক আদর্শ ও পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রতিমন্ত্রী বলেন, জনগণ ও বিদেশি বন্ধুদের সহায়তায় অর্থনৈতিক উন্নয়ন, সুরক্ষা ও নিরাপত্তা, জনগণের মঙ্গলের জন্য কাজ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বিশ্বাসের ভিত্তিতে সহযোগিতা অব্যাহত রাখব।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা