অনলাইন ডেস্ক
প্রেসিডেন্ট জো বাইডেনসহ এক ডজন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। মঙ্গলবার রুশ পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট বাইডেনসহ এক ডজন কর্মকর্তাকে রাশিয়ায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা জারির জবাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
রুশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী এললয়েড অস্টিনও এই তালিকায় রয়েছেন। ‘এই নিষেধাজ্ঞা বর্তমান মার্কিন প্রশাসনের চরম রুশফোবিক নীতির পরিণতি।’
আরোও পড়তে পারেন : ড. ইউনূসকে যা বললেন মোদি