অনলাইন ডেস্ক
দেশের ধারাবাহিক উন্নয়ন স্বপ্নের আরেকটি সফল বাস্তবায়ন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। শনিবার এই টার্মিনালের আংশিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী থার্ড টার্মিনাল ভবনে পৌঁছালে শিশুরা তাঁকে স্বাগত জানায়। এসময় প্রধানমন্ত্রী শিশুদের নৃত্য উপভোগ করেন, হাততালি দিয়ে তাদের উৎসাহ দেন। প্রধানমন্ত্রীর সাথে তারা ছবি তোলেন।
প্রধানমন্ত্রী তৃতীয় টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় টার্মিনালে যাত্রীদের কীভাবে সেবা দেওয়া হবে, তা প্রধানমন্ত্রীকে দেখানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতীকী একটি বোর্ডিং পাস দেন বিমানবন্দরের কর্মীরা। এরপর তিনি ইমিগ্রেশন কাউন্টারে যান। ইমিগ্রেশন শেষে প্রি-বোর্ডিং সিকিউরিটি জোনে নিরাপত্তা স্ক্যানিং শেষে বোর্ডিং ব্রিজের দিকে যান মুভিং ওয়াকওয়ে ব্যবহার করে। যাবার পথে ফটোগ্যালিতে থার্ড টার্মিনালের নির্মাণ কাজের ছবি দেখেন প্রধানমন্ত্রী। ইমিগ্রেশনের নিরাপত্তার ধাপগুলো পার হয়ে শেষে আসেন অনুষ্ঠানস্থলে।
উদ্বোধনী অনুষ্ঠানে জাপান সরকারের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বাংলাদেশের সাথে জাপানের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ বলে অভিহিত করেন তারা।
করোনা অতিমারীর সময় টার্মিনাল নির্মাণ কাজ অব্যাহত রাখায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বলেন, আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসার পর প্রথম বিমানবন্দরের উন্নয়নে পদক্ষেপ নেয়া হয়।
দেশের এভিয়েশন খাতের উন্নয়ন চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আকাশপথে চলাচলের আন্তর্জাতিক হাব করতে কাজ করে যাচ্ছে সরকার।
ভবিষ্যতে মহাকাশে বিচরণের জন্য স্মার্ট জনশক্তি গড়ে তোলা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ বিশ্বে মর্যাদা নিয়ে চলবে।
পরে তৃতীয় টার্মিনালের উদ্বোধন করেন শেখ হাসিনা।
এরপর এই টার্মিনাল নির্মাণের ওপর দুটি তথ্যচিত্র দেখানো হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা