সিনিয়র স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সেনাবাহিনীকে ৫ হাজার পিস (পার্সোনাল প্রোটেকপটিভ ইকুইপমেন্ট) এবং হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক দিয়েছে যমুনা গ্রুপ। করোনা ভাইরাস প্রতিরোধযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এই মহৎ উদ্যোগে পাশে থাকার উদ্যোগ হিসেবে রবিবার (১১ই এপ্রিল) বিকাল ৪টায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কার্যালয়ে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম ও পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম বাংলাদেশ সেনাবাহিনীর এডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোঃ এনায়েত উল্লাহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালক মেডিক্যাল সার্ভিসেস ব্রিগ্রেডিয়ার জেনারেল মো: জাকির হোসেনের হাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী এ উপকরণসমূহ তুলে দেন। যমুনা গ্ৰুপের নিজস্ব ফ্যাক্টরিতে প্রস্তুত করা বারবার ব্যবহারযোগ্য ৫ হাজার পিস পিপিই, ১০ হাজার ৫৬ পিস যমুনা হ্যান্ড স্যানিটাইজার ও ২০ হাজার পিস ফেস মাস্ক তুলে দেন। এর আগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকা আর সরকারি হাসপাতালসমূহে বিনামূল্যে সরবরাহ করার জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানের নিকট ৮,০১৬ পিস পিপিই, ১০,০৫৬ পিস যমুনা হ্যান্ড স্যানিটাইজার ও ১৫,০০০ পিস ফেস মাস্ক প্রদান করা হয় বলে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম অনুষ্ঠানে এডজুটেন্ট জেনারেলকে অবহিত করেন। দেশের এই মহাদুর্যোগে বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর পাশে থাকার জন্য সেনাবাহিনী প্রধানের পক্ষ হতে যমুনা গ্ৰুপকে ধন্যবাদ জানানো হয়।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা