কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী দ্বীপের বাঁধ এলাকা ও বাংলাদেশ- মায়ানমার সীমান্ত নিরাপত্তা দৃঢ়করণে নাফ নদীর তীরে বাঁধ এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক । এই প্রকল্পদ্বয় পরিদর্শন করে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, শাহপরীর এই বাঁধ ২০১২ সালে জলোচ্ছ্বাসে তীব্র ধ্বসের পর এবার আমরা বাঁধ নির্মাণে সক্ষম হয়েছি যা উখিয়া, টেকনাফের স্থানীদেরকে দীর্ঘদিনের জলোচ্ছ্বাসহ লবণাক্ত সমস্যা থেকে রক্ষা করবে।
তিনি আরো বলেন, এই এলাকা লবণাক্ততার জন্য ফসল আবাদ করতে পারছিলো না যা এই বাঁধ ও তীররক্ষার ফলে ইতোমধ্যে অনেকাংশ নিরসন হয়েছে। তাছাড়া সারাদেশে আমাদের সকল চলমান প্রকল্প অবশিষ্টাংশ দ্রুত সম্পন্নের জন্য সকল ঠিকাদারদের নির্দেশনা রয়েছে এবং কাজের দীর্ঘসূত্রিতার জন্য অনেক ঠিকাদারকে আমরা কালো তালিকাভুক্ত করেছি।
পরিদর্শনকালে শাহপরীর চেয়ারম্যান সাব রাং, পানি সম্পদের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাহমুদুল হাসান, বিজিবি’র কমান্ডিং অফিসারসহ স্থানীয় অধিবাসী উপস্থিত হয়েছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-মায়ানমারের মধ্যে বিরাজমান পরিস্থিতিতে নাফ নদীর অদূরে এই তীররক্ষাবাঁধ সীমান্তে বিজিবি টহলেও সহায়তা করবে যা দেশের জাতীয় স্বার্থের জন্যো সহায়ক।
২০২০ সালের জুনে সমাপ্তির লক্ষ্যে যথাক্রমে প্রায় ১২১ কোটি ও ১৪০ কোটি টাকার এই প্রকল্পদ্বয় অগ্রগতি সন্তোষজনক বলে জানা গেছে যা এই কক্সবাজারসহ পুরো এলাকার জন্য দুর্যোগে রক্ষাবেষ্টনি হিসেবে কাজ করবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা