চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার অন্তর্গত ঐতিহাসিক সোনামসজিদ সংলগ্ন রঙধনু পার্কে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে মানবাধিকার বিষয়ে সচেতনতার লক্ষে বিভাগীয় সম্মেলন ২০২০ এর আয়োজন করা হয়েছে।
শুক্রবার ( ৬মার্চ) সকাল সাড়ে দশটায় অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজমুল হুদা এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ তারিক হায়দার। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব মোঃ জিল্লার রহমান।
বক্তারা মানবাধিকার সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্য সামাজিক আন্দোলনের ব্যাপারে জোর দেন। মানবাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা