এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব পেরোনোর পরীক্ষা আজ শুরু লাল-সবুজদের।মানামার খলিফা স্পোর্টস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় স্বাগতিক বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশের কিশোররা। একই ভেন্যুতে এর আগে জর্ডান খেলবে ভুটানের বিপক্ষে।
এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের মূলপর্বে বাংলাদেশ দল খেলেছিল প্রায় ১৭ বছর আগে। ২০০২ সালের পর আর বাছাইপর্ব পেরোতে পারেনি লাল-সবুজরা। সেই সাফল্য ফের মুঠোয় ভরতে চান বাংলাদেশের যুবারা।
বাছাইপর্ব পেরিয়ে সেখানে খেলার লক্ষ্য নিয়ে সোমবার বাহরাইন গেছে বাংলাদেশ দল। স্বাগতিকদের বিপক্ষে লড়াইটা সহজ হবে না।
বাহরাইন ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৮৩ ধাপ এগিয়ে। আন্তর্জাতিক ফুটবলে দুই দেশ একবারই মুখোমুখি হয়েছিল। তাও ৪০ বছর আগে। ১৯৭৯ সালে প্রেসিডেন্ট কাপের সেই ম্যাচে বাহরাইন জিতেছিল ২-০ গোলে।
মধ্যপ্রাচ্যের দেশটিতে বাছাইয়ের ‘ই’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান, ভুটান ও স্বাগতিক বাহরাইন। ৮ নভেম্বর জর্ডান ও ১০ নভেম্বর ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
বাছাই পর্ব হচ্ছে ১১ গ্রুপে। প্রতিটি গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা ৪ রানার্সআপ দলের সঙ্গে স্বাগতিক উজবেকিস্তানকে নিয়ে আগামী বছর অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা