অনলাইন ডেস্ক
ভারতের আনন্দবাজার পত্রিকার খবর অনুসারে, বাংলাদেশ নিয়ে আমেরিকার সাম্প্রতিক তৎপরতায় খুশি নয় ভারত। প্রতিবেশী দেশটি মনে করেÑ বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে অস্থিরতার মুখে ফেলতে আমেরিকা নানা পদক্ষেপ নিচ্ছে, যা দক্ষিণ এশিয়ার সার্বিক নিরাপত্তার জন্য ইতিবাচক নয়।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে শুক্রবার দৈনিকটি জানিয়েছে, আফগানিস্তানের পাশাপাশি অন্য প্রতিবেশী সম্পর্কে আমেরিকার নীতি ভারতের জাতীয় স্বার্থের প্রশ্নে অস্বস্তি বাড়াচ্ছে। ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘতম স্থলসীমান্ত। ফলে বাংলাদেশের যে কোনও প্রতিকূল পরিস্থিতি ভারতে প্রভাব ফেলে। সূত্রের মতে, নয়াদিল্লি আমেরিকার বাইডেন প্রশাসনকে জানিয়েছে যে, বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারতে আন্তঃসীমান্ত সন্ত্রাস বাড়তে পারে। এছাড়া চিনের প্রভাবও বাংলাদেশে অনেক বাড়বে, যা আমেরিকাও চাইবে না।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জন্য আমেরিকার পৃথক ভিসা নীতি উচিত মনে করছে না ভারত। এই ভিসা নীতির ফলে বাংলাদেশের আসন্ন নির্বাচন যারা বানচালের চেষ্টা করবে, তারা আমেরিকায় প্রবেশের অধিকার পাবে না। ভারতীয় কূটনৈতিক শিবির মনে করছে, আমেরিকার প্রশাসন সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাতে নিজের দেশের আইন প্রয়োগ করে সে দেশের জন্য পৃথক ভিসা নীতি করেছে। বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক জামায়াতে ইসলামী সম্পর্কে আমেরিকার দৃষ্টিভঙ্গিও পছন্দ করছে না ভারত।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল সম্প্রতি ভারত সফরের সময় দেশটির কেন্দ্রীয় সরকারকে বার্তা দিয়েছে যে, আঞ্চলিক স্থিতিশীলতা উভয় রাষ্ট্রের জন্যই জরুরি।
বাংলাদেশ প্রশ্নে আমেরিকার সতর্ক ও সুচিন্তিত পদক্ষেপ প্রত্যাশা করে ভারত, বলেছে ভারতে বাংলাভাষার শীর্ষস্থানীয় পত্রিকাটি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা