সিনিয়র স্টাফ রিপোর্টার : বাংলাদেশ, নেপাল এবং ভারতে শ্রমিক ঠকানো হচ্ছে। রবিবার ( ৮ মার্চ) সকাল ১১টায় সেগুনবাগিচাস্ত বাসদ ভবনে অল নেপাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অব ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে বাংলাদেশের জাতীয় শ্রমিক নেতৃবৃন্দের মতবিনিময় সভায় বক্তারা একথা বলেন।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেকুজ্জামান রতন এর সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অল নেপাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন এর সহ-সভাপতি কমরেড সোনা লাল শাহ্, অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অব ট্রেড ইউনিয়ন এর জাতীয় সম্পাদক এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কমরেড বাসুদেব বসু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি আবদুর রাজ্জাক, শাহজাহান তালুকদার, সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্টের সভাপতি ইমাম হোসেন খোকন, সাধারন সম্পাদক আবু নাঈম খান বিপ্লব।
বক্তব্য রাখেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক জনার্দন দত্ত নান্টু, মহিন উদ্দিন, লতিফ সিদ্দিকি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি মাহবুবুল আলম এবং সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, সাধারণ সম্পাদক নঈমুল আহসান জুয়েল, জাতীয় শ্রমিক জোটের কার্যকরী সভাপতি আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সহ-সভাপতি নুর মোহাম্মদ আকন্দ।
বক্তব্য রাখেন, সম্পাদক পুলক রঞ্জন ধর, বাংলাদেশ গ্রাম পুলিশ-কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা শাহজাহান কবির জহির, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের আহবায়ক শামিম ইমাম, গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ নেপাল,ভারত এবং বাংলাদেশের শ্রমিকদের মজুরি, চাকরি এবং সামাজিক নিরাপত্তার অবস্থা তুলে ধরেন। নেতৃবৃন্দ উল্ল্যেখ করেন, তিনটি দেশেই শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করার প্রচেষ্টা, শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার হরণ, ঠিকাদারী ও আউট সোর্সিং প্রক্রিয়ায় শ্রমিক নিয়োগ করে শ্রমিকদের চাকরি ও সামাজিক নিরাপত্তা সংকুচিত করে তাদের অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে।
বক্তারা শ্রমিকদের সমস্যা যেমন এক, সমাধানের লক্ষে আন্দোলনের উদ্দেশ্যও এক। দেশ আলাদা হলেও শ্রমজীবী মানুষের সমস্যার ধরণ প্রায় একই। ফলে তিন দেশেই শ্রমিক আন্দোলনের বিষয় একই বলে সভায় ঐক্যমত পোষণ করা হয়। নেতৃবৃন্দ শক্তিশালী আন্দোলন গড়ে তুলে শ্রমিকদের হারানো অধিকার সমূহ ফিরিয়ে আনতে এই অঞ্চলের ট্রেড ইউনিয়ন সমূহের মধ্যে বন্ধুত্ব, পরস্পারিক যোগাযোগ বৃদ্ধি এবং ঐক্যবদ্ধতার উপর গুরুত্ব আরোপ করেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা