অনলাইন ডেস্ক
করোনাভাইরাস মহামারির ঝুঁকির কথা বিবেচনা করে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ঢাকায় সিভিল অ্যাভিয়েশনের একজন কর্মকর্তা ইতালির বিমান চলাচল কর্তৃপক্ষ তাদেরকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।
এর আগে কাতার এয়ারওয়েজের এক বিবৃতিতে জানানো হয়, আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে কোন যাত্রী ইতালি যেতে পারবেন না।
কাতার এয়ারওয়েজ বলছে, বাংলাদেশ থেকে ইতালির গন্তব্যে সব ফ্লাইট ও যাত্রী নিষিদ্ধ করা হয়েছে।
বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীর শরীরের করোনাভাইরাস সংক্রমণ পাওয়ার পর এক সপ্তাহের জন্য বাংলাদেশ থেকে যাওয়া সব ফ্লাইট বাতিল করেছিল ইতালি। এখন সেটা তিন মাস বাড়ানো হলো।
গত ৮ জুলাই ১২৫ জন বাংলাদেশি যাত্রী ইতালির বিমানবন্দরে পৌঁছালে তাদেরকে নামতে দেওয়া হয়নি। তাদেরকে নিয়ে কাতার এয়ারওয়েজের ওই ফ্লাইটটি ঢাকায় ফিরে এসেছে।
মহামারির শুরুর দিকে ইতালিতে বসবাসকারী বেশ কিছু বাংলাদেশি দেশে ফিরে যান। ইতালির পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় তাদের অনেকে এখন ইতালিতে ফিরে যেতে শুরু করেছিলেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা