অনলাইন ডেস্ক
বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন জয়কে দেশের ক্রিকেটের টার্নিং পয়েন্ট মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এছাড়া টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন দেশে-বিদেশের ক্রিকেটাররা। সামাজিক মাধ্যমে এমন জয়কে সেরা বলছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। যুক্তরাষ্ট্রে থাকা সাকিব আল হাসানও রোমাঞ্চিত এই জয়ে। অসাধারণ এই পারফরমেন্সে পুরো দলকে কৃতিত্ব দিয়েছেন এই অলরাউন্ডার। জয়ের পর ড্রেসিংরুম থেকে ছবি শেয়ার করেছেন মুশফিকুর রহিমও।
নিউজিল্যান্ডকে তাদের মাটিতে প্রথমবার হারিয়ে ইতিহাস গড়েছে টাইগার বাহিনী। এবাদত হোসেনের দুর্দান্ত পারফরম্যান্সে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দাপট দেখিয়ে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে মুমিনুল বাহিনী। কিউইদের মাটিতে যেকোনো ফরম্যাটে এটিই বাংলাদেশের প্রথম জয়।
আরোও পড়তে পারেন : ভারতীয় ক্রিকেট বোর্ডের বছরে আয় প্রায় ১০ হাজার কোটি