অনলাইন ডেস্ক
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ভিডিও কনফারেন্সের মাধ্যমে) এবং বিশেষ অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।
পাশাপাশি অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন এবং আমন্ত্রিত অন্য সামরিক ও অসামরিক অতিথিরা উপস্থিত থাকবেন।
এছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথির পক্ষ থেকে বিশেষ অতিথি বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তা, নাবিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড পদক ও বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক প্রদান করা হবে এবং মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক প্রদান করা হবে।
বাংলাদেশ কোস্ট গার্ড পদক (বিসিজিএম) পাবেন: ক্যাপ্টেন শেখ মো. জসিমুজ্জামান, (ট্যাজ), বিএসপি, পিসিজিএমএস, পিএসসি, বিএন; কমান্ডার এম ইমাম হাসান আজাদ (সি), পিএসসি, বিএন; লে. কমান্ডার এম আলীমুল ইসলাম (ট্যাজ), বিএন; লে. কমান্ডার শেখ মাহমুদ হাসান (জি), বিএন; লে. কমান্ডার আমিরুল হক (জি), বিএনভিআর; লে. কমান্ডার ওয়াসিম আকিল জাকী (এক্স), বিএন; মোহাম্মদ শাহ জামাল, এমসিপিও(এক্স) (টিডি-১); এম মামুনুর রশিদ, সিপিও (এফসি-১); মো. আলী হোসেন, এলএস(এফসি-১); শাওন আহম্মেদ, আরও(জি)-১।
প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক (পিসিজিএম) পাবেন: ক্যাপ্টেন গাজী গোলাম মোর্শেদ (এন), পিএসসি, বিএন; লে. কমান্ডার মো. সাইয়েদুল মোরসালিন, (এক্স), বিএন; লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি (এক্স), বিএন; লে. এম আতাহার আলী, (এসডি) (কম), বিএন; এম খলিলুর রহমান মিঞা, এমসিপিও (এক্স) (কিউএ-১); মো. আবদুল্লাহ আল মামুন সরকার, পিও (মেড) (আইসিএ); এম মনিরুজ্জামান, এলএসএ; মো. তারেকুল ইসলাম, এলএস(এফসি-২); কাঞ্চন দেবনাথ, এলপিএম; মো. রাশেদুজ্জামান, এবি (এফসি-৩)।
বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক (বিসিজিএমএস) পাবেন: ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী (জি), পিসিজিএম, এনসিসি, পিএসসি, বিএন; ক্যাপ্টেন মোহাম্মদ হাসান (জি), পিএসসি, বিএন; কমান্ডার এম জহিরুল ইসলাম (সি), এনপিপি, বিসিজিএম, বিএন; কমান্ডার মোহাম্মদ সাজিদ আতাউর রহমান (এস), পিএসসি, বিএন; লে. কমান্ডার মো. নাদিম চৌধুরী সজিব (ই), বিএন; এম আব্দুল মালেক, এমসিপিও (এক্স) (এফসি-১); মো. রুহুল কুদ্দুস, সিপিও (কিউএ-১); মো. বোরহান উদ্দিন আহমেদ পিও (কিউআরপি-১); মোহাম্মদ রফিকুল ইসলাম, এলএস (কিউআরপি-১); মো. সাদ্দাম হোসেন।
প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক (পিসিজিএমএস) পাবেন: কমান্ডার শহিদুল ইসলাম, (ট্যাজ), বিএসপি, বিএন; কমান্ডার এম আবু সাঈদ, (সি), বিএন; কমান্ডার মো. নূর হাসান (ই), পিএসসি, বিএন; সার্জন কমান্ডার তানভীর আহমেদ, এমপিএইচ, এএমসি; এম জামাল হোসেন, ইএ-৪; এটি এম তৌহিদুজ্জামান, পিও (জিআই); এম সোহেল রানা, এলকুক; মাসুদ জমাদার, এমই-১; আসাদুজ্জামান ভুইয়া, উচ্চমান সহকারী; মো. এনামুল হক, এমটিডি।
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশ কোস্ট গার্ড বর্তমানে দেশের বিশাল সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা নিশ্চিতকরণ, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার বিশ্বস্ত প্রতীকে পরিণত হয়েছে। এছাড়া কোস্ট গার্ডের নিরলস প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দর ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে বের হয়ে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে বাংলাদেশ কোস্ট গার্ড প্রায় ১১১ কোটি ৬৪ লাখ টাকার চোরাচালানকৃত পণ্য আটক, ২ হাজার ২৯৭ কোটি ২৭ লাখ টাকার মৎস্য ও অবৈধ জাল, ১৩৭ কোটি ১৯ লাখ টাকার অবৈধ মাদক এবং ১৬ কোটি ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার কাঠ জব্দ করে। এছাড়া করোনাকালীন ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন ব্যবস্থাপনা ও জননিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি খাদ্যসামগ্রী নিয়ে অসহায়, দুস্থ, কর্মহীন এবং শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে কোস্ট গার্ড। প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিক নির্দেশনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধানে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঐকান্তিক সহযোগিতায় বিভিন্ন আধুনিক জাহাজ, ঘাঁটি ও জলযান সংযোজনের মাধ্যমে বর্তমানে এ বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সময়ের পরিক্রমা ও সুদূরপ্রসারী পরিকল্পনার নিপুণ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ডকে অধিকতর কার্যকর, শক্তিশালী ও সুদক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে এ বাহিনীর প্রতিটি সদস্য উজ্জীবিত ও বদ্ধপরিকর। মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রেরণায় অনুপ্রাণিত হয়ে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে জাতির প্রত্যাশা পূরণে নিরলস কাজ করে যাবে বাংলাদেশ কোস্ট গার্ড।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা