বাংলাদেশ কোস্ট গার্ড এর মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক দ্বিতীয় কোস্ট গার্ড গ্লোবাল সামিটে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন। এই সামিট জাপানে গত ১৯-২২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে।
এর আগে গত ১৮ নভেম্বর একজন সফর সঙ্গীসহ মহাপরিচালক জাপান যান।
আরও পড়ুন : ‘ফুল এইচডি’ নতুন পর্বে দেখা যাবে আলমের উপর সিনেমা তৈরির চাপ বাড়ছে
সেখানে মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড জাপানের টোকিও শহরে জাপান কোস্ট গার্ড ও নিপ্পন ফাউন্ডেশানের যৌথ ব্যবস্থাপনায় চারদিনব্যাপী অনুষ্ঠিতব্য সেকেণ্ড কোস্ট গার্ড গ্লোবাল সামিট( সিজিজিএস) সম্মেলনে অংশগ্রহন করেন। উক্ত সম্মেলনে মেরিটাইম সেফটি এন্ড মেরিন ইনভাইরনমেন্ট প্রোটেকশন এবং মেরিটাইম সিকিউরিটির উপর অলোচনা করা হয় । সে অনুযায়ী ভবিষ্যতে এ সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করা হবে।
এছাড়াও বিশ্বব্যাপি উপকূল রক্ষাকারী বাহিনী এবং সংস্থাগুলোর মধ্যকার স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সংলাপ ও সহযোগিতার একটি ভিত্তি স্থাপন, বিশ্বজুড়ে মানবসম্পদের বিকাশ ও সুরক্ষা বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়েছে।
সফরকালীন সময় মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড, জাপান কোস্ট গার্ড প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, জাপান সরকারের আর্থিক সহায়তায় বাংলাদেশ কোস্ট গার্ডের ২৪টি অত্যাধুনিক বোট বর্তমানে জাপানে নির্মানাধীন রয়েছে যা দুই দেশের মধ্যকার সুসম্পর্কের বহিঃপ্রকাশ। উক্ত সম্মেলনের মাধ্যমে দুই দেশের মধ্যে ভবিষ্যতে পারস্পারিক সহযোগিতা ও সুসম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলে প্রতীয়মান।
ফেসবুক :
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা