সিনিয়র স্টাফ রিপোর্টার : আইইডিসিআর-এর ভাইরোলজি ল্যাবরেটরিতে করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হতে পারেন এমন ব্যক্তিদের নমুনা পরীক্ষা করে তিন জনের নমুনাতে কোভিড-১৯ পাওয়া গেছে। এদের মধ্যে দু’জন ইতালী থেকে আগত প্রবাসী বাংলাদেশী। বাকী একজন ইতালী ফেরত প্রবাসীর পরিবারের নারী সদস্য। তাদের উপসর্গ মৃদু হলেও তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন। তাদের বয়সের সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমা ২০-৩৫ বৎসর।
রবিবার ( ৮ মার্চ) আইইডিসিআর মিলনায়তনে কোভিড -১৯ সংক্রমণ বিষয়ে বিশ্ব, বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশীদের পরিস্থিতি তুলে ধরেন আইইডিসিআর এর পরিচালক প্রফেসর ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান যাদের মধ্যে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে তাদের সংষ্পর্শে আসা ৪ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরি পরীক্ষা করে১ জন ছাড়া তাদের নমুনাতে কোভিড-১৯ পাওয়া যায় নি। তাদের মধ্যে ২ জনকে হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হয়েছে, বাকীরা তাদের নিজ ঘরে স্বেচ্ছা কোয়ারেন্টিনে আছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রফেসর ফ্লোরা জানান, এখনই স্কুল বন্ধ করার কোন প্রয়োজন নেই। কারণ কোভিড-১৯ বাংলাদেশে এখনসে ধরণের ব্যাপকতা নিয়ে ছড়িয়ে পড়ে নি। তিনি সাংবাদিকদেরকে রোগীদের ব্যক্তিগত পরিচয়ের গোপনীয়তা যেন প্রকাশিত না হয় তার অনুরোধ জানান।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালনায় আন্তর্জাতিক বিমান বন্দরসমূহ, সমুদ্র বন্দরমূহ, স্থল বন্দরসমূহে বিদেশ থেকে আগত সকল যাত্রীর তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে।
প্রবাসী বাংলাদেশীদের স্বাস্থ্য পরিস্থিতি
সিঙ্গাপুর, আরব আমিরাত, ইটালি ছাড়া অন্যান্য কোন দেশে এখনো পর্যন্ত কোনো প্রবাসী বাংলাদেশী কোভিড-১৯ আক্রান্ত হন নি। সিঙ্গাপুরে আইসিইউতে চিকিৎসাধীন বাংলাদেশী রোগীর অবস্থার উন্নতি হয় নি, আরেকজন প্রবাসী বাংলাদেশী-ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দিল্লীতে উহান থেকে আগত ২৩ জন বাংলাদেশী নাগরিক দিল্লী শহর থেকে ৪০ মাইল দূরে একটি কোয়ারেন্টিনে আছেন। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।
এ পর্যন্ত দেশে আসা ৫১১৬৬০ জনের স্ক্রিনিং করা হয়েছে। করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়েছে ১২০ জনের। বিদেশের আক্রান্ত দেশ থেকে আগত যাত্রী যারা কোয়ারেন্টিনে আছেন তাদের সংখ্যা ৪৮ জন।
কোভিড-১৯ সম্পর্কে কোন জিজ্ঞাস্য থাকলে আইইডিসিআর-এর হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১
কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে করণীয় * নিয়মিত সাবান ও পানিদিয়ে দুই হাত ধোবেন (অন্তত ২০ সেকেন্ডযাবৎ) * অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেননা * ইতোমধ্যে আক্রান্তএমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়েচলুন * কাশিশিষ্টাচার মেনেচলুন (হাঁচি/কাশিরসময়বাহু/ টিস্যু/ কাপড়দিয়েনাক-মুখ ঢেকে রাখুন) * অসুস্থ পশু/পাখিরসংস্পর্শ পরিহারকরুন * মাছ-মাংস-ডিম ভালোভাবেরান্নাকরে খাবেন * অসুস্থ হলেঘরে থাকুন, বাইরে যাওয়াঅত্যাবশ্যকহলেনাক-মুখঢাকারজন্য মাস্ক ব্যবহারকরুন * কারো সাথে হাত মেলানো (হ্যান্ড শেক), কোলাকুলি থেকে বিরত থাকুন * জরুরী প্রয়োজন ব্যতীত বিদেশ ভ্রমণ করা থেকে বিরত থাকুন এবং এ সময়ে অন্য দেশ থেকে প্রয়োজন ব্যতীত বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করুন * অত্যাবশ্যকীয় ভ্রমণে সাবধানতা অবলম্বন করুন
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা