অনলাইন ডেস্ক
বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে কমনওয়েলথ বাণিজ্য ও বিনিয়োগ ফোরাম-২০২৩। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেড.আই ফাউন্ডেশন সহযোগিতায় কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল এটি আয়োজন করেছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ (বুধবার) এই ফোরামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ৫৬টি দেশের ৩০০ ব্যবসায়ী এবং বিনিয়োগকারী অংশ নিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশে ব্যবসা ও বিনিয়োগের সুবিধা নিশ্চিত করেছে সরকার। এই আয়োজনের মধ্যদিয়ে বিনিয়োগের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারে আসার পর পরিকল্পিত উন্নয়ন হয়েছে। আজকের বাংলাদেশ একটি সাফল্যের গল্পগাথা।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রায় সব খাতই উন্মুক্ত। বিনিয়োগকারীদের কাছে সেবা পৌছে দিতে উদ্যোগ নিয়েছে সরকার।
২০৩০ সালে মধ্যে দেশে স্বচ্ছল জনগোষ্ঠী সাড়ে তিন কোটি হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন তখন জার্মানি ও যুক্তরাজ্যকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজারে পরিণত হবে বাংলাদেশ।
পরে দ্বিতীয় কমনওয়েলথ বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা