আশকোনা কোয়ারান্টাইন কেন্দ্রের সাতটি ডরমিটরিতে চীন ফেরত যাত্রীরা অবস্থান করছেন। তাদের চিকিৎসা সেবা ও নার্সিং সেবা কার্যক্রমকে সেনা কর্তৃপক্ষের মেডিক্যাল সার্ভিস পুরোটাই সহায়তা দিচ্ছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) আইইডিসিআর সম্মেলন কক্ষে সাংবাদিকদের বাংলাদেশে ২০১৯- একরোনা পরিস্থিতি সম্পর্কে অবহিতকালে আইইডিসিআর-এর পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা একথা জানান।
তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা সকল ঔষধ সরবরাহ করছে। জরুরী প্রয়োজনে তাৎক্ষণিকভাবে ঔষধ কেনা হচ্ছে। আইইডিসিআর যাত্রীদের স্বাস্থ্যসেবা ছাড়াও যাত্রীদের রোগতাত্ত্বিক তথ্য সংগ্রহ করছেন। সামরিক বাহিনীর মিলিটারি পুলিশ কোয়ারান্টাইন কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করছেন। এ উদ্দ্যেশ্যে সম্মিলিত সামরিক হাসপাতালে ৩০ শয্যার করোনা ভাইরাস শাখা খোলা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সবার খাবার, শিশু খাদ্য, শিশুদের ডায়াপার ও অন্যান্য সামগ্রী সরবরাহ করছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ্জ্ব অফিস কোয়ারান্টাইন ভবনের সার্বিক ব্যবস্থাপনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মশক নিধন সহ ক্যাম্পের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশ পুলিশ কোয়ারান্টাইন কেন্দ্রের চারপাশে নিরাপত্তা দিচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় চীনে অবস্থিত বাংলাদেশের নাগরিকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
চীন ফেরত বাংলাদেশীদের প্রসঙ্গে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়েছে। সেখানে জ্বরে আক্রান্ত একজন শিশুকে বাবা-মা সহ সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ প্রেরণ করা হয়েছে নিয়মিতভাবে চার বেলা খাবার সরবরাহ করা হচ্ছে। প্রতিদিন দু বেলা মাস্ক সরবরাহ করা হয়। সেনা কর্তৃপক্ষ কোয়ারান্টাইন কক্ষগুলো ও চারপাশের পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্ব পালন করছেন।
সংবাদ সম্মেলনে প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, আমরা নিয়মিতভাবে কোয়ারনান্টাইনকৃত যাত্রীদের মতামত ও প্রতিক্রিয়া নিচ্ছি এবং সে অনুযায়ী সমস্যা সমাধানের চেষ্টা করছি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তুতি সম্পর্কে সংবাদ সম্মেলনে বলা হয়েছে। করোন প্রতিরোধে জেলা পর্যায়ে করোনা ওয়ার্ড ও ব্যবস্থা প্রস্তুত করা হচ্ছে, সকল মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা কক্ষ প্রস্তুত করা হচ্ছে। কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ২৫০ শয্যার করোনা কক্ষ স্থাপন করা হয়েছে। সম্মিলিত সামরিক হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সংক্রামক ব্যধি হাসপাতাল প্রাথমিক পর্যায়ে রোগী গ্রহণ করবার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। ঝুঁকি সংযোগ নিয়মিতভাবে করা হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে – করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জোর দেয়া, চীনের নাগরিকদের স্বাস্থ্য নিয়মিতভাবে পরীক্ষা ও পর্যবেক্ষণ করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ও অন্যান্য মাধ্যমে প্রচারিত গুজবকে যথাযথভাবে সঠিক তথ্য দিয়ে জবাব দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
কারো প্রয়োজনে আইইডিসিআর-এর হটলাইন নম্বর এ যোগাযোগ করার জন্য বলা হয়েছে। নম্বর হচ্ছে : ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১
আইইডিসিআর নির্দেশিত করোনা ভাইরাস প্রতিরােধে করণীয় * ঘন ঘন সাবান ও পানি দিয়ে হাত ধুবেন (অন্তত ২০ সেকেন্ড যাবৎ) * অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না * ইতোমধ্যে আক্রান্ত এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন * কাশি শিষ্টাচার মেনে চলুন (হাঁচি/কাশির সময় বাহু/ টিস্যু/ কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখুন) * অসুস্থ পশু/পাখির সংস্পর্শ পরিহার করুন * মাছ-মাংস ভালোভাবে রান্না করে খাবেন * অসুস্থ হলে ঘরে থাকুন, বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন *জরুরী প্রয়োজন ব্যতীত চীন ভ্রমণ করা থেকে বিরত থাকুন এবং প্রয়োজন ব্যতীত এ সময়ে বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করুন * অত্যাবশ্যকীয় ভ্রমণে সাবধানতা অবলম্বন করুন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা