অনলাইন ডেস্ক
২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। এরপর আর বাংলাদেশে আসা হয়নি তাদের। সেই সিরিজের পর বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। যদিও ক্রিকেটারদের আপত্তির মুখে সেবার পাকিস্তান সফরে যায়নি বাংলাদেশ।
আইসিসির ফিউচার ট্যুর প্লানে থাকা এই সিরিজের সূচি আজ মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর বিকেলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফাইনাল ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামবে আগামী ১৪ নভেম্বর। তার পাঁচ দিন পরই মিরপুরে গড়াবে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচটি তিনটি হবে ১৯, ২০ ও ২২ নভেম্বর। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন আসরের অধীনে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ২৬ নভেম্বর। দ্বিতীয় টেস্ট মিরপুরে গড়াবে ৪ ডিসেম্বর।
নিজামউদ্দিন বলেন, ‘দক্ষিণ আফ্রিকা বোর্ডের সাথেও ক্রিকেট অপারেশন্স বিভাগ যোগাযোগ করছে। পাকিস্তান সফরের পরপরই আমাদের নিউজিল্যান্ড সফর আছে। খুব ঠাসা সূচি। সেভাবেই ক্রিকেট অপারেশন্স বিভাগ বোর্ডগুলোর সাথে যোগাযোগ করছে।’
ঘরের মাঠে কঠোর জৈব সুরক্ষা বলয় তৈরি করে বেশ কয়েকটি সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজও। যেকোনো দল এমন উচ্চ মানের জৈব সুরক্ষা বলয় দেখে আগ্রহ প্রকাশ করবে বলে মনে করেন বিসিবির প্রধান নির্বাহী।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা