অনলাইন ডেস্ক
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক আগেই জানিয়েছিলেন, ফেসবুক লাইভে আজ তাঁর অতিথি নিউজিল্যান্ড অধিনায়ক। সেই ব্যক্তিটি উইলিয়ামসন হওয়ায় দেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহে ভাটা ছিল না। আড়াই লাখের মতো দর্শক তাঁরই প্রমাণ। আর উইলিয়ামসনও লাইভের শুরুতে জিতেছেন মন। অনুষ্ঠানের শুরুতে তামিম বলেছিলেন ক্রিকেট নিয়েই আলাপ করবেন। কিউই অধিনায়ক অবশ্য সবার আগে বাংলাদেশের মানুষের খোঁজখবর নিলেন। যেমনটা জিজ্ঞেস করেছিলেন তামিমও, নিউজিল্যান্ডের কি খবর বলো?
করোনাভাইরাস মহামারিতে বিশ্ব এমনিতেই বিপর্যস্ত। এর মধ্যে আবার ভারত ও বাংলাদেশের ওপর দিয়ে বয়ে গেল সুপার সাইক্লোন ‘আম্পান’। উইলিয়ামসন এ নিয়ে খোঁজটা নিলেন সবার আগে, ‘বাংলাদেশের মানুষ আশা করি করোনা থেকে নিজেদের এড়াতে পারছে। সাইক্লোন আঘাত হানার কথাও শুনলাম। আশা করি সবাই সুস্থ ও ইতিবাচক আছে।’
তামিম জানিয়ে দেন , সাইক্লোন কলকাতায় যতটা আঘাত হেনেছে ততটা ভয়াবহ হয়নি বাংলাদেশে। করোনায় নিজেদের দেশের পরিস্থিতি বলার পর বাংলাদেশের মানুষের পরিস্থিতি জানতে চেয়েছিলেন উইলিয়ামসন। তামিম জানান, দেশে দিন এনে দিন খাওয়া মানুষের সংখ্যা বেশি। এভাবে দীর্ঘদিন লকডাউন থাকলে অন্য সমস্যাগুলো বাড়তে থাকবে। সরকার তাই ধীরে ধীরে সব খুলছে। নইলে করোনার চেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়াতে পারে খিদে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা