অনলাইন ডেস্ক
২০ জনের টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ স্পিনার ইয়াসির শাহ। ২ বছর পরে টেস্ট স্কোয়াডে ফিরে এলেন ওপেনার ইমাম-উল হক। ওয়েস্ট ইন্ডিজ সফরের ২১ জনের দলে থাকা ক্রিকেটারদের মধ্যে ইয়াসির ছাড়াও বাদ পড়েছেন হারিস রউফ, ইমরান বাট এবং শাহনেওয়াজ দাহানি। তাদের পরিবর্তে ইমাম ছাড়াও দলে ঢুকেছেন মিডল অর্ডার ব্যাটসম্যাম কামরান গুলাম ও অফস্পিনার বিলাল আসিফ।
পাকিস্তানের কায়েদ-এ-আজম ট্রফিতে দারুণ পারফরম্যান্সের কারণে দলে ফিরেছেন ইমাম উল হক। টুর্নামেন্টটিতে ডাবল সেঞ্চুরির পাশাপাশি চার ম্যাচে ৪৮৮ রান সংগ্রহ করেন তিনি। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছেন এই ওপেনার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে জায়গা না পাওয়া কামরান গুলাম কায়েদ-এ-আজম ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দলে ফিরেছেন। টুর্নামেন্টে রেকর্ড ১২৪৯ রান সংগ্রহ করে বাংলাদেশ সিরিজে দলে জায়গা পেয়েছেন এই ব্যাটার।
একনজরে পাকিস্তান টেস্ট স্কোয়াড: আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ইমাম উল হক, কামরান গুলাম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহম্মেদ, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, বিলাল আসিফ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নওমান আলী, সাজিদ খান, শাহিন শাহ আফ্রিদি, জাহিদ মোহাম্মদ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা