অনলাইন ডেস্ক
অবশেষে সিরিজ মাঠে গড়ানোর আগের দিন আজ সোমবার, ২ আগস্ট ক্যাপ্টেন বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তারা নিশ্চিত করেছে, টাইগারদের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে অজিদের নেতৃত্ব ভার থাকছে ম্যাথু ওয়েডের কাঁধে ।
সহ-অধিনায়ক হওয়ায় বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাঁরই কাঁধে পড়েছে নেতৃত্বভার। ১১তম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
তবে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিয়ে প্রশংসা কুড়ান উইকেট-ব্যাটসম্যান অ্যালেক্স কেরি। ফলে বাংলাদেশ সফরে কার কাঁধে নেতৃত্ব তুলে দিবে এটা নিয়েই দ্বন্দ্বে পড়ে যায় সিএ। দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়া আস্থা রেখেছে ওয়েডের ওপরই।
অস্ট্রেলিয়ার স্কোয়াড
অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারে, ড্যান ক্রিশ্চিয়ান, জশ হ্যাজলউড, মইসেস হেনরিকস, মিচেল মার্শ, বেন ম্যাকডেরমট, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড (অধিনায়ক) ও অ্যাডাম জাম্পা।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা