অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নিজেদের ঘরের মাঠ মেলবোর্নের রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে বাংলাদেশকে আতিথ্য দেয় অস্ট্রেলিয়া। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় সকারুজরা। ম্যাচের চতুর্থ মিনিটেই পিছিয়ে পড়ে হাভিয়ের কাবরেরার শীর্ষরা। গুডউইনের ফ্রি কিকে হেডে লক্ষ্যভেদ করেন সাড়ে ছয় ফুট লম্বা ডিফেন্ডার সুটার।
বাংলাদেশের রক্ষণে চাপ ধরে রেখে ২০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে গত বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে হেরে আসা অস্ট্রেলিয়া। মুরাদ ও কাজী তারিক রায়হান পারেননি রক্ষণ জমাট রাখতে। গোলমুখে কনর মেটক্যাফের বাড়ানো আড়াআড়ি ক্রস ঝাঁপিয়েও নাগাল পাননি মিতুল মার্মা। আলতো টোকায় বাকি কাজ সারেন বোরেলো।
ম্যাচের ৩৭ মিনিটে আসে তৃতীয় গোল। উচ্চতা ব্যবহার করেই বাংলাদেশের ডিফেন্ডারদের মধ্যে দাঁড়িয়েই বরেলোর ক্রস থেকে হেড করে গোল করেন মিচেল ডিউক। চার মিনিট পর স্কোরলাইন ৪-০ হয় এই ফরোয়ার্ডের গোলেই। বোরেলোর শট পোস্টে লেগে প্রতিহত হওয়ার পর ফিরতি সুযোগ কাজে লাগান ডিউক। ৪-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সকারুজরা।
দ্বিতীয়ার্ধে আরও তেড়েফুঁড়ে শুরু করে অস্ট্রেলিয়া। ম্যাচের ৪৭ মিনিটে এক বদলি খেলোয়াড়ই দলকে ৫-০ গোলে এগিয়ে নেন। জর্ডান বসের পাস থেকে গোল করেন ম্যাকলারেন। ৫২ মিনিটে মিতুল মার্মার দারুণ একটা গোল বাঁচান। ম্যাকলারেনের গুলির মতো শট বাংলাদেশের গোলকিপার ঠেকান ঝাঁপিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আনে চার পরিবর্তন। অধিনায়ক জামাল ভূঁইয়ার বদলে নামেন রবিউল হাসান, হাসান মুরাদের জায়গায় শাকিল হোসেন, রাকিবের জায়গায় রফিকুল ইসলাম আর ফয়সাল আহমেদ ফাহিমের জায়গায় শেষ মোরছালিন। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি।
৭০তম মিনিটের গোলে বড় জয়ের পথে ছুটতে থাকে অস্ট্রেলিয়া। ম্যাসিমো লুঙ্গোর কোনাকুনি শট মিতুল ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি; ফিরতি সুযোগ কাজে লাগান ম্যাকলারেন। ম্যাচের ৮৪তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ম্যাকলারেন। ডান দিক থেকে মিলারের আড়াআড়ি ক্রসে বল শাকিলের সামনে দিয়ে বেরিয়ে যায়; নিখুঁত প্লেসিং শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। ম্যাচের একেবারে শেষ দিকে আসে বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটি। পেনাল্টি ঠেকান গোলকিপার মিতুল মার্মা।
শেষ পর্যন্ত ৭-০ গলের বড় হারে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করলো বাংলাদেশ। আগামী ২১ নভেম্বরে ঢাকায় লেবাননের বিপক্ষে বাছাইয়ে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা