সারা দেশের করোনা পরিস্থিতি একনজরে দেখার সুযোগ দিতে ম্যাপ তৈরি করেছে ‘প্রিয়’। ম্যাপটিতে লকডাউন এলাকার তালিকার পাশাপাশি করোনা সন্দেহে মৃত্যুর সংবাদ, স্থানীয় হাসপাতাল, কোয়ারেন্টিন ও আইসোলেশনের তথ্যসহ বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মানবতা কার্যক্রমের তথ্য তুলে ধরা হয়েছে।
বিপদের সময় সাহায্য পেতে রয়েছে ‘সাহায্য চাই’ বাটন। চাইলে যেকোনো ব্যক্তি ‘পিন সাজেশন’ বাটনে ক্লিক করে নিজ এলাকার করোনাবিষয়ক বিভিন্ন তথ্য ম্যাপটিতে যুক্ত করতে পারবে।
এ বিষয়ে ‘প্রিয়’র প্রধান নির্বাহী জাকারিয়া স্বপন জানান, প্রতিদিন বিভিন্ন মাধ্যমে পাওয়া সংবাদ যাচাই করে হালনাগাদ করা হচ্ছে ম্যাপটি। ফলে কেউ চাইলেই মিথ্যা বা ভুয়া তথ্য ম্যাপটিতে যুক্ত করতে পারবে না।
শুধু তা-ই নয়, কেউ ভুল তথ্য দিলে অন্যরা অভিযোগ করে মুছেও ফেলতে পারবে। সবার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে করোনাবিষয়ক বিস্তারিত তুলে ধরতেই এ উদ্যোগ। corona.priyo.com ঠিকানায় ম্যাপটি দেখার পাশাপাশি নিজ এলাকার তথ্যও যুক্ত করা যাবে।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা