অনলাইন ডেস্ক
জিম্বাবুয়ের হারারে ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে।
প্রথম ওয়ানডেতে ১৫৫ রানে জিতেও পুরোপুরি তৃপ্তির ঢেকুর তুলতে পারছেন না অধিনায়ক তামিম ইকবাল। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টপ অর্ডাররা হতাশ করেছে। এক পর্যায়ে স্কোরশিটে ৭৪ উঠতে বাংলাদেশ হারিয়েছে ৪ উইকেট। সেখান থেকে স্কোরটা টেনে নিয়েছে ২৭৬ পর্যন্ত। তবে কোন রান না করেই ফিরে গেছেন তামিম। সেখানে তিন নম্বরে ব্যাট করতে নেমে সাকিব থেমেছেন ১৯ রানে।
সে কারণেই সিরিজের দ্বিতীয় ম্যাচে টপ অর্ডারের কাছে রান চান তামিম। নিজে ফিরতে চান রানে, সাকিবের কাছেও বড় স্কোরের প্রত্যাশা তামিমের। বিসিবিকে দেয়া সাক্ষাতকারে তামিম জানান, ‘ইমপ্রুভমেন্টের তো কোন শেষ নেই। অবশ্যই কম রানে যদি তিনটা উইকেট পড়ে যায়, সেটা তো আদর্শ হতে পারে না। এটাই চেষ্টা করব টপ অর্ডার থেকে আমি বলেন, সাকিব বলেন, এরা যদি যদি বড় ইনিংস খেলতে পারি, তাহলে দলের উপকারে আসবে। এ ধরনের পরিস্থিতিতে যেন পড়তে না হয়। চেষ্টা করব এ ধরণের সুযোগ আসলে তা নিতে হবে।’
জিম্বাবুয়েও চাইবে সিরিজে ফিরতে। ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা জিম্বাবুয়ের সামনের চ্যালেঞ্জটা সহজ নয়। দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়া নিজেদের মাটিতে নড়বড়ে মনে হয়েছে দলটির ব্যাটিং সাইড।স্বাগতিকদের আসল কাজ ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে তোলা। বোলিংয়ে সফলতা ধরে রেখে ব্যাটিংয়ে ভালো করতে পারলে সফরকারীদের চমকে দিতে পারবে আফ্রিকান দলটি । তেমনটা হলে ঘরের মাঠে জয়ে আত্মবিশ্বাস ফিরে পাবার কাজটা হয়ে যাবে ব্রেন্ডন টেলরদের।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা