অনলাইন ডেস্ক
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ ওমান। এই ম্যাচে স্বাগতিক ওমানের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চান পাপুয়া নিউগিনির অধিনায়ক আসাদ ভালা।
আসাদ বলেন, আমরা একটি ঐতিহাসিক মুহূর্তের সামনে। করোনা মহামারিতে অনেককেই আমরা হারিয়েছি। আবার অনেকেই চাকরি হারিয়ে দেশে ফিরে এসেছেন। এই বিশ্বকাপটি তাদেরকে উৎসর্গ করেই খেলতে চাই।
এদিকে গ্রুপ পর্বে ওমান ছাড়াও তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে বাংলাদেশ ও স্কটল্যান্ড। তবে বাংলাদেশ যতই শক্তিশালী দল হোক না কেনো টাইগারদের ভয় পায় না পাপুয়া নিউগিনি। এমনটাই মন্তব্য আসাদ ভালার।
তিনি বলেন, আমাদের বিশ্বমানের স্পিনারদের মুখোমুখি হতে হবে। আর এই বিষয় মাথায় রেখেই আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। আমরা কতটা আগ্রহী এই ম্যাচে তা প্রকাশ করতে চাই। আমাদের দেশকে আমরা নিশ্চয়ই গর্বিত করবো।
ফিল্ডিং নিয়েও আত্মবিশ্বাসী আসাদ ভালা। তাছাড়া দলের সব খেলোয়াড়কে অলরাউন্ডার বানাতে চান তিনি। বাংলাদেশ ছাড়াও অন্যান্য দলগুলোর সাথেও ভালো করতে মরিয়া তারা। বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েকদিন। নিজেদের সেরা পারফরমেন্স দিয়ে শিরোপা জিততে চায় পাপুয়া নিউগিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা