অনলাইন ডেস্ক
চিন থেকে কোভিড-১৯ রোগের সেবা দিতে দেশটির ১০ সদস্যের মেডিকেল টিম ১৫ দিনের সফর শেষে ফিরে যাওয়ার সময় সোমবার (২২ জুন) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিদায় অনুষ্ঠানে তিনি এ অনুরোধ জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসে টিকা আবিষ্কারে চিন সক্ষম হলে বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে অগ্রাধিকার দেবে। আমি এ জন্য চিনের রাষ্ট্রপতির কাছে বিশেষভাবে অনুরোধ করছি।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এটি বিশ্বে একেবারে নতুন ভাইরাস। চিনারা এর সঙ্গে ভালোভাবেই লড়ছে। তাদের মেডিকেল টিমের অভিজ্ঞতা বিনিময় বাংলাদেশের জন্য পাথেয় হয়ে থাকবে। চিন শুধু এই মেডিকেল টিম দিয়েই সহযোগিতা করেনি মেডিকেল সরঞ্জাম দিয়েও কোভিড-১৯ মোকাবিলায় করতে সহায়তা করছে।’
তিনি বলেন, ‘মাস্ক ও সামাজিক দূরত্ব পালন করা এ রোগ থেকে দূরে রাখার সর্বোত্তম পন্থা। এ মেডিকেল টিম যে রিপোর্ট দেবে তা আমাদের এ রোগ মোকাবিলায় কাজে দেবে।’
এর আগে বিমানবন্দর চত্বরে চিনা মেডিকেল টিমকে সংবর্ধনা দেওয়া হয়।
এ দলে চিনা বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং প্রযুক্তিবিদরা ছিলেন। চিনা মেডিকেল টিম বাংলাদেশে দু’সপ্তাহ অবস্থানকালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের পরিদর্শন করেন এবং মনোনীত হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার ও পরীক্ষাকরণ কেন্দ্রগুলোতে নিয়ে কাজ করেছেন। এ সফরে চিনা বিশেষজ্ঞরা বলেছেন, পরিকল্পিত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে লকডাউন জরুরি।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা