রাজধানীর পান্থপথের বসুন্ধরা শপিং সিটির ভিতরে চলন্ত সিঁড়ির লেভেল-৮ থেকে নীচে পড়ে অজ্ঞাত (২৫) এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৬ নভেম্বর) বিকাল সোয়া ৪ টার দিকে মার্কেটের ভিতরের শত শত মানুষের সামনে এ ঘটনা ঘটে। গতকাল রাত পর্যন্ত নিহত ওই যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
তেজগাঁও থানার ওসি শামীম আহমেদ বলেন, আমরা ঢাকা মেডিকেল কলেজ থেকে খবর পেয়েছি যে অজ্ঞাত (২৫) এক যুবকের লাশ মর্গে রয়েছে। যুবকের পরনে রয়েছে শার্ট ও প্যান্ট। তার মাথা থেকে পা পর্যন্ত শরীরের বিভিন্ন স্থানে ভাঙ্গা-মচকার চিহ্ন রয়েছে।
আরও পড়ুন : ভারত থেকে অবৈধ অস্ত্র এনে বিক্রির নায়ক গ্রেপ্তার
বসুন্ধরা শপিং সিটির নিরাপত্তা বিভাগ পুলিশকে জানিয়েছে যে বিকাল সোয়া ৪ টার দিকে ওই যুবক চলন্ত সিঁড়ি দিয়ে লেভেল-৮ এ পৌঁছেন।
সেখানে এদিক-ওদিক তাকাতেই তিনি রেলিং ধরে শরীরটাকে উঁচিয়ে নিয়ে নিচে ঝাঁপিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি। ওই যুবক নিজে ঝাঁপিয়ে পড়েছেন নাকি কেউ তাকে ফেলে দিয়েছে- সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে মার্কেটেরে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ রয়েছে।
ভিডিও ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
অনলাইনে টিকেট কাটুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা