মুন্সীগঞ্জ প্রতিনিধি
বসানো হয়েছে পদ্মা সেতুর ৩১তম স্প্যান “৫-এ”। আজ বুধবার(১০ জুন) বিকাল ৪টা ২ মিঃ এ স্প্যানটি শরিয়তপুরের জাজিরা প্রান্তের পদ্মা সেতুর ২৫ ও ২৬ নাম্বার পিলার(পিয়ার) এর উপর বসানো হয়। এটি শরিয়তপুরের জাজিরা প্রান্তের শেষ স্প্যান। স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর ৪,৬৫০ মিটারে।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, ৩১ তম স্প্যান (আইডি-৫এ) বিকেল ৪ টা ২ মিঃ দিকে সেতুর ২৫ ও ২৬ নাম্বার পিলার(পিয়ার) এর উপর বসানো হয়। এতে মূল সেতুর ৪, ৬৫০ মিটার স্প্যান স্থাপন সম্পন্ন হলো। এটি জাজিরা প্রান্তের মূল সেতুর শেষ স্প্যান। এ স্প্যান স্থাপনের পর এখন আর মূল সেতুর ১০টি স্প্যান স্থাপন করা বাকি।
তিনি জানান, সেতুর জন্য প্রয়োজন ৪১টি স্প্যান এর মধ্যে ২ টি স্প্যান মাওয়া আসা বাকী রয়েছে। আগামীকাল বিকাল ৪টার দিকে উক্ত স্প্যানবাহী জাহাজ এমভি কং সিউ সং চট্রগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে পৌছাবে। চট্টগ্রাম বন্দরে প্রয়োজনীয় শুল্ক পরিশোধ ও কাস্টমস ক্লিয়ারেন্স শেষে খুব শীঘ্রই স্প্যান ২টি মংলা হয়ে মাওয়া সাইটে পৌছবে।
তিনি আরো জানান, ৩১তম স্প্যানটি স্থাপন হওয়ার পূর্ব মুহূর্তে ড্রেজিং ও ওয়েল্ডিংসহ বেশ কিছু জটিলতার সৃষ্টি হয়। নদীর মূল চ্যানেল ও সেতুর জন্য নির্মিত চ্যানেল এর পিলার(পিয়ার) ১৫-১৬ এর কাছে প্রবল স্রোত ও ডুবোচর এ আটকে পড়ে। উক্ত স্থানটি পার হতে স্প্যানবাহি ক্রেনটিকে বেশ বেগ পেতে হয়। পরবর্তীতে ওয়্যার ও এ্যাংকর কেবল স্থাপন করে এটিকে টেনে পিলার (পিয়ার)-২৫-২৬ এর কাছে নেওয়া হয়। উক্ত স্থানটি অতিক্রম করতে প্রায় ০২ ঘন্টার মতো সময় লাগে। এর আগে সকাল সাড়ে ৮ টার দিকে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটিকে নিয়ে ক্রেন তিয়ানই রওনা দিয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে এটি নিদিষ্ট পিলার (পিয়ার) এলাকায় পৌঁছে।
তিনি আরো জানান, ইতোমধ্যে, মূল সেতুর ২৯১৭ টি রোডওয়ে স্ল্যাব এর মধ্যে ৬২৯ টি (৯টি স্প্যান-১৩৫০ মি.) এবং ২৯৫৯ টি রেলওয়ে স্ল্যাব এর মধ্যে ১১০৫ টি স্থাপন করা হয়েছে। মাওয়া ও জাজিরা ভায়াডাক্টে ৪৮৪ টি সুপার টি- গার্ডার এর মধ্যে ১৫০ টি স্থাপন করা হয়েছে।
৩০ শে মে/২০২০ পর্যন্ত মূল সেতুর অগ্রগতি-৮৭.৫০ শতাংশ, নদীশাসন কাজের অগ্রগতি- ৭২.০০ শতাংশ এবং সার্বিক অগ্রগতি-৭৯.৫০ শতাংশ বলে তিনি জানান।
এর আগে গত ৩০ মে বসানো হয় পদ্মা সেতুর ৩০তম স্প্যানটি। প্রায় মাত্র ১১ দিনের মাথায় বসানো হলো এই ৩১ তম স্প্যান।
এদিকে এর আগে সেতুর ২৫ ও ২৬ নাম্বার পিলার দুটি শিমুলিয়া- কাঁঠালবাড়ি নৌ-চ্যানেলের মাঝ বরাবর অবস্থিত হওয়ায় নির্দেশনা মোতাবেক আজ ১০ জুন শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-চ্যানেল এর সকাল পৌনে ৯ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি মাওয়া সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ ফয়সাল। এছাড়, এ নৌ-চ্যানেল এর লঞ্চ/স্পীডবোট/ ট্রলারসহ সকল ধরণের জলযান সকাল ১০ টা থেকে চলাচল বন্ধ রাখা হয় বলে নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ মাওয়া সহকারী পরিচালক শাহাদাৎ হোসেন।