অনলাইন ডেস্ক
ঋতুচক্রের পালাবদলে সবার শেষে এল ঋতুরাজ বসন্ত। শীতের রুক্ষতা ঝেড়ে নতুন রূপে আবির্ভূত হলো প্রকৃতি। প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে বাসন্তী রঙের শাড়ি-পাঞ্জাবি গায়ে জড়িয়ে ফাল্গুন ও ভালোবাসা বিনিময়ে মাতোয়ারা হচ্ছেন সকলে। পহেলা ফাল্গুনের সঙ্গে ভালোবাসা দিবস যোগ হওয়ায় এ দিনটি দোলা দিচ্ছে সব বয়সী মানুষের প্রাণে।
রাজধানীজুড়ে এরইমধ্যে শুরু হয়েছে উৎসব আমেজ। শাহবাগ, টিএসসি, চন্দ্রিমা উদ্যান কিংবা ধানমন্ডি লেক, রমনা পার্কে বাসন্তী সাজে তরুণ-তরুণী থেকে শুরু করে ভীড় করছেন নানা ধর্ম-বর্ণ বয়সের বসন্তপ্রেমীরা। এরই মধ্যে বসন্তের উচ্ছ্বাস আর আনন্দ উদযাপন শুরু করেছেন তারা।
ধানমন্ডি, মোহাম্মদপুর, ফার্মগেইট, কারওয়ানবাজার, পল্টনসহ নানা জায়গায় আগুনরাঙা বসন্তকে বরণ করে নিতে বাসন্তী সাজে সেজেছে প্রাণের নগরী। রাজধানীর লেকগুলোতে, রাজপথে, পার্কে, উদ্যানে, রবীন্দ্র সরোবর, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ বাসন্তী বসনে সুসজ্জিত তরুণ-তরুণীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।
বসন্তবরণ ও ভালোবাসা দিবস ঘিরে গত কদিন ধরেই ঢাকার বিভিন্ন স্থানে বিশেষত ফুলের দোকানগুলোতে ছিল ক্রেতাদের উপচেপড়া ভিড়। আজ অন্যান্য সকল দিনের তুলনায় ফুলের দাম চড়েছে সপ্তমে। তবুও থেমে নেই বেচকেনা, বরং অন্যান্য দিনেরতুলনায় বিক্রিও হচ্ছে প্রচুর।
ভার্চুয়াল দুনিয়াতেও লেগেছে বসন্ত আর ভালোবাসার ছোঁয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে বসন্তের শুভেচ্ছা বিনিময়। রেস্টুরেন্ট, খাবারের দোকান ও বিনোদনকেন্দ্রগুলো সেজেছে নিজস্ব ঢঙে। সেসব স্থানে পরিবার-পরিজন নিয়ে সময় কাটাচ্ছেন নগরবাসী।
দিনটিকে ঘিরে সারাদেশেই বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি হাতে নিয়েছে। হোটেল, রেস্তোরাঁ ও বিনোদনকেন্দ্র গুলোতে চলছে আকর্ষণীয় অফার। রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে কনসার্টের। থাকছে বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক পরিবেশনাও।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা