সভাপতি-সাধারণ সম্পাদকের শোক প্রকাশ
জাতীয় সমাজাতন্ত্রিক দল-জাসদ এর কেন্দ্রীয় নেতা বি এম আখতার হোসেন রাঙ্গার মৃত্যুবরণ করেছেন। তিনি শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৬ টায় ঢাকার রায়েরবাগস্থ বাসভবনে আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী ও সহযোদ্ধাদের রেখেছেন।
তার মৃত্যুতে শোক জানিয়ে জাতীয় সমাজাতন্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক শোক বার্তায় জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য, নড়াইলের সংগ্রামী এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা প্রয়াত নেতার শোক সন্তপ্ত পরিবার-স্বজন এবং সহযোদ্ধাদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
তারা প্রয়াত নেতা বি এম আখতার হোসেন রাঙ্গার সংগ্রামী রাজনৈতিক জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তার মৃত্যুতে জাসদ একজন সংগ্রামী ও ত্যাগী জাসদ নেতাকে হারালো। তিনি ১৯৭২ সালে জাসদের প্রতিষ্ঠালগ্ন থেকেই দলের সাথে যুক্ত ছিলেন।
প্রয়াত জাসদ নেতা বিএম আখতার হোসেন রঙ্গার মরদেহ শেষবারের মত দুপুর ১ টায় জাসদ কেন্দ্রীয় কার্যালয় চত্বরে নিয়ে আসা হয়। সেখানে দলের সাধারণ সম্পাদক শিরীন আখতারসহ কেন্দ্রীয়, মহানগর ও সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ তার কফিনে দলীয় পাতাক মুড়িয়ে এবং পুস্পস্তবক অর্পণ করে ও সালাম জানিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দলের সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, সাইফুজ্জামান বাদশা, সাজ্জাদ হোসেন, মনির হোসেন, মোহাম্মদ মোহসীন, কামরুজ্জামান ফসি, আনিসুজ্জামান জম, সোহেল আহমেদ, ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব শামীমসহ জাসদ এবং সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও সিপিব’র প্রেসিডিয়াম সদস্য সর্দার রুহিল হোসেন প্রিন্স, বাংলাদেশ জাসদের মহিলা বিষয়ক সম্পাদক তনিমা শরীফ তমা, ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির সাধারণ সম্পাদক লে. কর্নেল হাসান ইকবাল অব:, রমনা থানার ওসি মাইনুল হোসেনসহ নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ প্রয়াত বি এম আখতার হোসেন রাঙ্গার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রয়াত নেতা বিএম আখতার হোসেন রাঙ্গার মরদেহ তার গ্রামের বাড়ি নড়াইল জেলার কালিয় উপজেলার ধানাই গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার নামাজে জানাজা শেষ পারিবারিক গোরস্থানে দাফন কাজ সম্পন্ন হবে।
জাসদ নেতা বি এম আখতার হোসেন রাঙ্গার মৃত্যুতে জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা ও সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাতীয় কৃষক জোটের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক কাউসার আহমেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক আশেক-ই-এলাহী, মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সভাপতি এড. হাবিবুর রহমান শওকত, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব শামীম ও সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী গভীর শোক প্রকাশ করেছেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা