আতশবাজির মাধ্যমে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান ‘মুক্তির মহানায়ক’।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৮টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠানটি শুরু হয়।
আতশবাজির পরপরই জাতীয় সঙ্গীত পরিবেশনা করেন শিশু-কিশোররা। এটি মূলত টেলিভিশনের মাধ্যমেই আয়োজন করা হয়। এদিকে রাত ৮টা ১০ মিনিটের দিকে মুজিববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর রাত ৮টা ১৭ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে, রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের কথা জানান বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
তিনি বলেন, গত ১০ জানুয়ারি থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার শুরু হওয়ার পর থেকে আমরা অধীর আগ্রহে মুজিববর্ষের সূচনার জন্য অপেক্ষা করে আছি। মঙ্গলবার বঙ্গবন্ধুর শতবর্ষের উদ্বোধন হতে যাচ্ছে। আমরা উদযাপন কমিটি থেকে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছি। তৃণমূল পর্যায় থেকে সারাদেশে এবং দেশের বাইরে বছরব্যাপী এসব অনুষ্ঠান পালন করা হবে।
আরোও পড়তে পারেন : স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে উত্তাল বায়তুল মোকাররম