‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’সহ অনেক জনপ্রিয় গানের বরেণ্য সুরকার সেলিম আশরাফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি জনপ্রিয় কণ্ঠশিল্পী আলম আরা মিনুর স্বামী।
রবিবার (২ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেলিম আশরাফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী কণ্ঠশিল্পী আলম আরা মিনু।
পারিবারিক সূত্র জানায়, চার বছর ধরে অসুস্থ ছিলেন সেলিম আশরাফ। গত বছরের ফেব্রুয়ারিতে শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যা বেড়ে যাওয়ায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসা নিয়ে বেশ অর্থকষ্টে পড়েছিলেন। পরে প্রধানমন্ত্রী তার পাশে দাঁড়ান এবং ১০ লাখ টাকার একটি সঞ্চয়পত্র দেন। তার চিকিৎসার সাহায্যে এগিয়ে আসেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদী। পাশে দাঁড়ান অসুস্থ শিল্পী এন্ড্রু কিশোরও।
তার মৃত্যুতে শোক জানিয়ে ইথুন বাবু লিখেছেন, সেই না ফেরার দেশে চলে গেলেন আমাদের শ্রদ্ধেয় গীতিকার সুরকার ও সংগীত পরিচালক সেলিম আশরাফ ভাই! আল্লাহ পাকের দরবারে উনার আত্মার মাগফিরাত কামনা করছি।
কণ্ঠশিল্পী আসিফ লিখেছেন, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা— অমর গানটির সুরকার সেলিম আশরাফ ভাই আর নেই । উনার নি:সঙ্গতা আর আমাদের অবহেলাও ছিল উল্লেখযোগ্য ঘটনা। এটাই বাংলাদেশ। কখনো ক্ষমা করবেন না আমাদের সেলিম ভাই।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা