অনলাইন ডেস্ক
ষাটের দশকে বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় ১৩০ একর ৬১ শতাংশ জমি নিয়ে বরিশাল বিসিক শিল্পনগরী গড়ে তোলার কাজ শুরু হয়। ১৯৮৯ সালে প্রকল্পটি রাজস্ব খাতে স্থানান্তর করা হলে সেখানে ৪৪৬টি প্লট নির্মাণ করা হয়। জমির পরিমাণ, অবস্থান ও ধরন ভেদে প্লটগুলোকে চারটি ভাগে আর সুযোগ-সুবিধার বিবেচনায় দু’ভাগে ভাগ করা হয়। এর মধ্যে উন্নত প্লট ১৬৫টি ও অনুন্নত ১৩৩টি। পরবর্তীতে জমির পরিমাণ বৃদ্ধি করে ২৩০ একরে উন্নিত করে দেশের সবচেয়ে বড় বিসিক শিল্পনগরী গড়ে তোলা হয় এখানে।
বর্তমানে বরিশাল বিসিকে ৪৭০টি প্লট রয়েছে। এরমধ্যে ১৭৭ জন ব্যক্তির অনুকূলে ৩৭৭টি প্লট বরাদ্দ দেয়া হয়েছে। তবে উৎপাদনে আছে মাত্র ১২৬টি শিল্প প্রতিষ্ঠান। উদ্যোক্তারা বলছেন, এত বছরেও নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের ব্যবস্থা না হওয়ায় আগ্রহ হারাচ্ছেন তারা। ছয় দশকেও বিসিক উৎপাদন বান্ধব হয়ে ওঠেনি বলেই শিল্প প্রতিষ্ঠান কম বলে জানিয়েছেন বেঙ্গল বিস্কুটের ব্যবস্থাপক মো. আবদুর রহমান। তবে বরিশালের বিসিকের উপ-মহা ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম সমস্যা সমাধানে কাজ করছেন বলে জানান।
গ্যাস ও বিদ্যুৎতের সমস্যা সমাধান করতে পারলে এখান থেকে সরকার যেমন শত শত কোটি টাকা রাজস্ব পাবে, তেমনি এ অঞ্চলের ২৫ থেকে ৩০ হাজার বেকারের কর্মসংস্থান হবে বলে দাবি সংশ্লিষ্টদের।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা