অনলাইন ডেস্ক
র্যাব জানিয়েছে, শুক্রবার (২৮ জানুয়ারি) ভোরে নগরীর লঞ্চঘাট এলাকা থেকে বাবুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবুলের বাড়ি ভোলা সদরের দিঘলদি এলাকায়।
শুক্রবার দুপুরে র্যাব-৮ এর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের উপ-পরিচালক মেজরজাহাঙ্গীর আলম জানান, বাবুল পেশাদার অস্ত্র ও বোমা বিক্রেতা। সে নিজেই বোমা তৈরি করে। তার বিরুদ্ধে ভোলা ও দৌলতখান থানায় হত্যা, ডাকাতি, মাদক ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে র্যাবের গোয়েন্দা নজরদারি ছিলো বাবুলের গতিবিধির উপর। তার অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার ভোরে বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে বাবুলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগজিন, চার রাউন্ড অ্যামুনিশন, তিনটি তাজা বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম ৮শ’ গ্রাম গান পাউডার, ২৪টি ম্যাচ, ৫০টি মার্বেল, দুই প্যাকেট বিয়ারিং বল, ১০টি জর্দ্দার কৌটা, বিস্ফোরক ভর্তি ১২টি কলম, পাঁচটি লাল টেপ, পাঁচ মিটার বৈদ্যুতিক তার ও দুই কেজি কাঁচের টুকরা উদ্ধার করা হয়।
এ ঘটনায় বরিশাল কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছে র্যাব।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা