অনলাইন ডেস্ক
গত আগস্টে ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফুুলগাজী উপজেলা। আকস্মিক বন্যার পানিতে শত শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয় মাঠের ফসল, পানিতে ভেসে যায় পুকুরের মাছ ও গবাদিপশু। সবমিলিয়ে বন্যায় ফুলগাজীতে ছয় হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত এসব পরিবার তিন মাসেও পায়নি পুনর্বাসনের জন্য সরকারি সহায়তা। ঘর মেরামত করতে না পারায় অনেককে থাকতে হচ্ছে খালি ভিটায় বা অন্যের বাড়িতে। নতুনভাবে ব্যবসা-বাণিজ্য শুরু করার জন্যও নেই প্রয়োজনীয় অর্থ। ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তা পাওয়ার আশা করছেন তারা।
ক্ষতিগ্রস্তদের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফেনীর জেলা প্রশাসক। বরাদ্দ পেলে পুনর্বাসনের কাজ শুরু হবে বলে জানান জেলা প্রশাসক শাহিনা আক্তার।
ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় বেসরকারি সংস্থা ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা