অনলাইন ডেস্ক
ওয়াসিম আকরাম জানিয়েছেন, পরবর্তী তিন বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই দল ঘোষণা করা হয়েছে। জনগণের মতামতের উপর নির্ভর করে কখনোই একটি দল গঠন করা সম্ভব নয়। আসিফ আলি একজন প্রতিভাবান ক্রিকেটার। সিপিএলে ভালো ফর্মে না থাকলেও পিএসএলে তার স্ট্রাইক রেট ১৭০।
এর আগে শোয়েব আখতার বলেছিলেন, পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তন আনতে হবে। মোহাম্মদ ওয়াসিম মোটেও কোনো প্রধান নির্বাচক নন। তিনি একজন পাপেট।
শহীদ আফ্রিদিও পাকিস্তান স্কোয়াডকে অদ্ভুত বলে মন্তব্য করেছিলেন। তবে শোয়েব-আফ্রিদিরা যে ভাষায় সমালোচনা করছেন, তা নিয়ে খুশি নন ওয়াসিম আকরাম। গণমাধ্যমকে পাঠানো একটি বার্তায় তিনি বলেন, টুইটারে কিছু বিশেষজ্ঞ বলছেন আসিফ আলির স্ট্রাইক রেট একশোর কম। আমি জানি না এসব তথ্য তারা কোথায় পায়।
এছাড়া পাকিস্তান স্কোয়াডে জায়গা পাওয়া আজম খান প্রসঙ্গেও ওয়াসিম আকরাম বলেন, আজম খানের ফর্মের দিকে দেখুন। সে খুবই তরুণ। কিন্তু মানুষ তার ওজন নিয়ে তাচ্ছিল্য করছে। টুইটারে সব সময় ভুল কারণে তাকে নিয়ে মেতে থাকে নেটিজেনরা। ওকে এবার রেহাই দেয়া উচিত। পাকিস্তানের সন্তান হিসেবে কিছুটা আত্মবিশ্বাস তো ওর প্রাপ্য।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা