বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ এবং হত্যাচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ মহিলা পরিষদ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ মাধ্যমে জানতে পারি যে, বগুড়া জেলার শাজাহানপুর থানা এলাকায় বন্ধূকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ এবং পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। জানা যায় যে, ১৫ ফেব্রুয়ারি শনিবার দুপুরে বগুড়া শহরের চকলোকমান এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধুর স্বামী রফিকুল ইসলাম শরিবার সকালে তার এক বন্ধুকে নিয়ে বাসায় আসেন। এসময় স্বামীর বন্ধু তাকে ধর্ষণ করেন। পরে স্বামী এবং তার বন্ধূ মিলে তাকে মারধর করে মাথার বেশ কিছু চুল কেটে দেয় এবং তার শরীরে আগুন ধরিয়ে দিয়ে বাড়ির বাইরে চলে যায়। গৃহবধুর স্বামী রফিকুল ইসলাম হানিফ পরিবহণের সুপারভাইজার হিসেবে কর্মরত। ঘটনার শিকার গৃহবধু বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ মহিলা পরিষদ বন্ধূকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ এবং পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের যথাযথ শাস্তি, ঘটনার শিকার গৃহবধুর সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের নিকট দাবি জানাচ্ছে। সেই সাথে ধর্ষণের ঘটনায় শূন্য সহিষ্ণুতার নীতি গ্রহনসহ ধর্ষণের ঘটনার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহবান জানাচ্ছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা