অনলাইন ডেস্ক
২০১৭ সালের ৯ই নভেম্বর উদ্বোধন করা হয় বন্ধন এক্সপ্রেস। ট্রেনটি খুলনা থেকে কোলকাতা পর্যন্ত চলাচল করে। ভারতে চিকিৎসা নিতে যাওয়া রোগীসহ সাধারণ মানুষ এর যাত্রী। তাদের নিয়ে ট্র্রেনটি খুলনা রেলস্টেশন থেকে যাত্রা শুরু করলেও এখানে ইমিগ্রেশনের কোনো কাজ হয় না। খুলনা থেকে বেনাপোল স্টেশনে পৌঁছে ব্যাগসহ অন্যান্য মালামাল নিয়ে নামতে হয়। সেখানে চলে বিজিবির তল্লাশি, কাস্টমসসহ রেলওয়ে পুলিশ ও ইমিগ্রেমন পুলিশের সকল যাচাই-বাছাই। মালামাল নিয়ে ওঠা নামায় ঝামেলা পোহাতে হয়।
বেনাপোল স্টেশনে ইমিগ্রেশন হওয়ায় যাত্রীদের ভোগান্তির কথা জানেন খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার সুদেব বড়াল। খুলনা রেলওয়ে স্টেশনের লোকোমোটিভ ইনচার্জ বেনজির আহমেদ বললেন, খুলনা স্টেশনেই ইমিগ্রেশনের কাজ সম্পন্ন হলে যাত্রীদের সুবিধা হত।
খুলনা থেকেই যেহেতু সব যাত্রী বন্ধন এক্সপ্রেসে ওঠেন সেহেতু খুলনা স্টেশনে ইমিগ্রেশনের কাজ সম্পন্ন হলে যাত্রীদের সুবিধা হবে বলে মনে করেন রেলওয়ে পুলিশের খুলনা জোনের পুলিশ সুপার মো. রবিউল হাসান।
অদূর ভবিষ্যতে খুলনা স্টেশনেই ইমিগ্রেশনের সকল কাজ শেষ হবে, দূর হবে ভোগান্তি, এমনটাই প্রত্যাশা যাত্রীদের।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা