অনলাইন ডেস্ক
কামাল উদ্দিন সন্দ্বীপের গাছুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জামালের বাড়ির বাসিন্দা সুলতান আহমদের ছেলে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সন্দ্বীপ থানার পরিদর্শক (তদন্ত) নুর আহম্মেদ।
তিনি বলেন, ‘গাছুয়া ইউনিয়ন এলাকায় এক কৃষক ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন। উনাকে পারিবারিকভাবে দাফন করা হয়েছে।’
অন্যদিকে-
ভোলায় জমিতে ধান কেটে ধান নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মো. আব্দুল হালিম হাওলাদার (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক আব্দুল হালিম হাওলাদার ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রসুলপুর গ্রামের রুস্তম আলী হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল থেকে আব্দুল হালিম হাওলাদার লোকজনের সঙ্গে জমির ধান কাটছিলেন। দুপুরের দিকে কাটা ধান নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাত সৃষ্টি হয়ে তার গায়ে লাগলে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা