বাংলাদেশের প্রথম সারির নাট্যদল প্রাঙ্গণেমোর নতুন বছরের শুরুতেই মঞ্চে নিয়ে আসছে ২টি নতুন নাটক। নাটক দুটি হলো নূনা আফরোজের রচনায় কৃঞ্চচূড়া দিন ও অনন্ত হিরার রচনায় পতাকা পাগল। দুটি নাটকই নির্দেশনা দিচ্ছেন নূনা আফরোজ।
কৃঞ্চচূড়া দিন নাটকটি মঞ্চে আসবে ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ ভালোবাসা দিবসে। পতাকা পাগল নাটকটি মঞ্চে আসবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ। নাটকটি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রাঙ্গণেমোর নাট্যদলের বিশেষ নিবেদন।
কৃঞ্চচূড়া দিন নাটকে অভিনয় করছে নূনা আফরোজ, বিপ্লব, চৈতালী হালদার ও সুজয়। পতাকা পাগল নাটকে অভিনয় করছে অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, মাইনুল তাওহীদ, জাহিদুল ইসলাম, শবুক্তগীন শুভ, বুলেট জুয়েল, প্রকৃতি সিকদার, রুহুল আমীন রাজা, সানজিদা সরকার।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা